Skip to content

লড়াইয়ে নামার আগে অনুশীলনে ঘাম ঝরিয়েছে ভারত-বাংলাদেশ | খেলা

লড়াইয়ে নামার আগে অনুশীলনে ঘাম ঝরিয়েছে ভারত-বাংলাদেশ | খেলা

<![CDATA[

টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে প্রথম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ও ভারত নারী ক্রিকেট দল। অনুশীলন চলেছে দুই ধাপে। শুক্রবার (৭ জুলাই) সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে টাইগ্রেসরা। বাংলাদেশ দলের অনুশীলন শেষে দুপুর ২টা থেকে অনুশীলন শুরু করে ভারতীয় নারী ক্রিকেট দল।

আগামী রোববার (৯ জুলাই) সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে শের-ই-বাংলা স্টেডিয়ামে।

 

দীর্ঘ ১১ বছর পর মিরপুরে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্টেডিয়ামটিতে শেষ ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল বাংলার মেয়েরা। এরপর আর কোনো ম্যাচ খেলা হয়নি মিরপুরের ২২ গজে। ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে অবসান হবে এই অপেক্ষার।

 

ভারত সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছেন টাইগ্রেসরা। শুক্রবার সকাল ১০টায় অনুশীলন শুরু করেন নিগার সুলতানারা। অনুশীলন চলে দুপুর ১টা পর্যন্ত। অনুশীলনের শুরুতেই মাঠে ওয়ার্মআপ সেরে নেন মেয়েরা। ওয়ার্মআপ শেষে নেটে নিজেদের ঝালিয়ে নেন ব্যাটাররা। অনুশীলনের সময়টা সুন্দর করতে খুঁনসুটি ছিল খেলোয়াড়দের মাঝে। শুধু ফিল্ডিং আর ব্যাটিং প্র্যাকটিস দিয়েই অনুশীলন শেষ করেছে বাংলাদেশ। এদিন আর নেটে বোলিং অনুশীলন করেননি মারুফা-নাহিদারা।

 

আরও পড়ুন: তামিম ফেরায় আনন্দিত মুশফিক

 

বাংলাদেশ দলের অনুশীলন শেষ হতে না হতেই মিরপুরে আগমন ভারতীয় নারী দলের। টিম বাস থেকে নেমে সরাসরি প্র্যাকটিস গ্রাউন্ডে চলে যান হারমানপ্রিত স্মৃতিরা। অনুশীলনের শুরুতেই ভারতের জন্য বাধা হয়ে দাঁড়ায় আষাঢ়ের বৃষ্টি। এক পশলা বৃষ্টির পর আবার রোদের ঝলকানি। ব্যস্ত হয়ে উঠে মিরপুরের প্র্যাক্টিস গ্রাউন্ড। রোদের মধ্যে পুরোদমে অনুশীলন শুরু করেন ভারতের মেয়েরা।

 

অনুশীলনে বাংলাদেশ নারী দলের থেকে অনেকটাই এনার্জিটিক ছিল ভারতের মেয়েরা। ওয়ার্মআপ শেষে ফিল্ডিংয়ে মনোযোগী ছিল হারমানপ্রিতদের কোচ। বাংলাদেশ দলকে চাপে ফেলতেই ফিল্ডিংয়ে বাড়তি মনোযোগ ভারতের। এরপর নেটে বোলিং আর ব্যাটিং সেক্টরেও সমান তালে অনুশীলন করেছে ভারত দল।

 

আরও পড়ুন: তামিমের অবসর: শেষ পর্যন্ত ফয়সালা গণভবনে

 

ভারতের বিপক্ষে মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ রোববার (৯ জুলাই)। একদিন পর দ্বিতীয় টি-টোয়েন্টি আর ১৩ জুলাই সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। 

 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *