Skip to content

শর্ত সাপেক্ষে হিন্দি সিনেমা আমদানির পক্ষে কাজী হায়াৎ | বিনোদন

শর্ত সাপেক্ষে হিন্দি সিনেমা আমদানির পক্ষে কাজী হায়াৎ | বিনোদন

<![CDATA[

দেশের হিন্দি সিনেমা আমদানি নিয়ে চলছে তোড়জোড়। ‘পাঠান’ সিনেমার আমদানিকে ঘিরে সরব ফিল্মপাড়া। হিন্দি সিনেমা আমদানি ইস্যুতে এরই মধ্যে বৈঠক করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি।

পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ জানান, শর্ত সাপেক্ষে হিন্দি সিনেমা আমদানির পক্ষে তিনি। বৈঠক করে শর্ত দিয়েছে তার সমিতিও। শর্তে বলা হয়েছে, মাসের প্রথম দুই সপ্তাহে হিন্দি ছবি চালানো যাবে না। বছরের দুই ঈদে মুক্তি দেওয়া যাবে না কোনো হিন্দি ছবি। বছরে ৬টি বা ১০টি ছবি আসতে পারবে। হিন্দি ছবি আমদানির মেয়াদকাল হবে দুই বছর।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এফডিসিতে পরিচালক সমিতির কার্যালয়ে সভা করেছে পরিচালক সমিতির বর্তমান কমিটি। সভায় শর্ত সাপেক্ষে হিন্দি সিনেমা আমদানির পক্ষে মতামত দিয়েছেন পরিচালকরা।

আরও পড়ুন: দুই বাংলায় মুক্তি পাচ্ছে ‘মায়ার জঞ্জাল’

বিষয়টি নিয়ে কাজী হায়াৎ সংবাদমাধ্যমকে বলেন, হিন্দি ছবি আমদানির পুরো প্রক্রিয়া নিয়ে আমাদের কথা হয়েছে। আমাদের হল বাঁচাতে, সিনেমার রক্তধারা প্রবাহিত করার জন্য ভারতীয় হিন্দি ছবি চলবে কি চলবে না, এ ব্যাপারে আমি মিটিংয়ে কমিটির সবার মতামত চেয়েছিলাম। আগের কিছু শর্তের সঙ্গে বর্তমান কিছু শর্ত যোগ করে হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত দিয়েছি আমরা। মিটিংয়ের সিদ্ধান্তগুলো শিগগিরই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বরাবর পাঠানো হবে। তার আগে চলচ্চিত্র-সংশ্লিষ্ট ১৮ সংগঠনেরও মতামত নেওয়া হবে।

ঢাকাই সিনেমার বর্তমান পরিস্থিতিতে বেশ চিন্তিত কাজী হায়াৎ। পরিস্থিতি উত্তরণে ব্যক্তিগতভাবে হিন্দি সিনেমা আমদানির পক্ষে তিনি। তবে শর্ত সাপেক্ষে। তার ভাষায়, আমি নিজেও বিশ্বাস করি, এখন সিনেমা হল বাঁচানোর জন্য হিন্দি ছবির দরকার আছে। দেশের জন্য যুদ্ধ করেছি। আমার ছবিতে দেশের কথা বলেছি। দেশের প্রতি ভালোবাসার পরিপ্রেক্ষিতে বলতে পারি, এই মুহূর্তে যুবসমাজকে যদি সিনেমা হলে না ঢোকানো যায়, তাহলে ক্ষতি হয়ে যাবে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *