Skip to content

শহীদ দিবসে রক্ত দিয়ে নজর কাড়ল ইন্দো-বাংলা প্রেসক্লাব | আন্তর্জাতিক

শহীদ দিবসে রক্ত দিয়ে নজর কাড়ল ইন্দো-বাংলা প্রেসক্লাব | আন্তর্জাতিক

<![CDATA[

কলকাতায় ফের ব্যতিক্রমী আয়োজন করে নজর কেড়েছে বাংলাদেশি গণমাধ্যমের সংগঠন ইন্দো-বাংলা প্রেসক্লাব। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়।

এদিন প্রথমে সময় টেলিভিশনসহ কলকাতায় কর্মরত বাংলাদেশি গণমাধ্যমের পক্ষ থেকে প্রতীকি শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর আয়োজন করা হয় রক্তদান কর্মসূচীর। কর্মসূচীর উদ্বোধন করেন কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব প্রেস রঞ্জন সেন।

‘রক্ত যখন দিয়েছি; রক্ত আরও দেব’- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণের এই খন্ডাংশই যে বীর বাঙালিকে স্বাধীনতার জন্য রক্ত দিতে শিখিয়েছিল, তা ঐতিহাসিক সত্য। সেই সত্যে উজ্জ্বীবিত হয়েই মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে বাংলাদেশের গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের উদ্যোগে কলকাতায় আয়োজন করা হয় রক্তদান কর্মসূচী।

 

পদ্মাপারের গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ইন্দো-বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে এদিন আয়োজনে অংশ নেন সাংবাদিকদের পরিবার পরিজনরাও। এদিন রক্ত দিতে দিতে বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ও ক্লাবের মুখপাত্র দীপক দেননাথ বলছিলেন, জীবনে প্রথম রক্ত দিলেন তিনি।

দীপক দেবনাথ জানান, প্রথমে একটু ভয় লাগছিল তার। তবে ইনজেকশনের সুঁচ ফোটানোর পর বিষয়টি খুবই স্বাভাবিক বলে মনে হয়েছে। রক্ত দিয়েছেন নিউজ ২৪-এর প্রতিনিধি ভাস্কর সরদার ও তার স্ত্রী স্মিতা সাহা। এছাড়া প্রথম আলোর চিত্র সাংবাদিক ভাস্কর মুখোপাধ্যায়, ক্লাবের সদস্য শাকিল আবেদীন, তপন নস্কর, ঈশিকা আচার্য ও তাদের পরিবারের সদস্যরা।

রক্ত দান শিবিরের উদ্বোধন করে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব প্রেস রঞ্জন সেন বলেন, ‘আমি অভিভূত। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্বের পাশাপাশি রক্তদানের মতো কাজে সরাসরি যুক্ত হয়েছেন সেটাও আবার ভাষার জন্য যে বীর সন্তানরা রক্ত দিয়ে শহীদ হয়েছিলেন, তাদের স্মৃতি ও শ্রদ্ধা নিবেদন করতে-সেটা খুব বড় ব্যাপার বলে মনে হয়েছে।’

নিজে রক্ত দেয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইন্দো-বাংলা প্রেসক্লাবের সম্পাদক শুভজিৎ পুততুন্ড বললেন, ‘খুব কম সময়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কলকাতাজুড়েই দিনব্যাপী রাষ্ট্রীয় ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা আয়োজন চলছে। এর মধ্যে ক্লাবের সদস্য ও তাদের পরিবারের উদ্যোগে এই ধরণের অনুষ্ঠান করতে পেরে ভালো লাগছে।’

ইন্দো-বাংলা প্রেসক্লাবের সভাপতি কিংশুক চক্রবর্তী বলেন, ‘আগামী বছর ঠিক একই দিনে আরও বড় আয়োজন করা হবে।’ রাজ্যজুড়ে যখন আন্তর্জান্তিক মাতৃভাষা দিবসে আয়োজন চলছে তখন কলকাতার পদ্মপুকুরে অবস্থিত অস্থায়ী ক্লাব ভবনে চলে ভাষাশহীদ স্মরণে ফুলেল শ্রদ্ধার্ঘ অর্পন অনুষ্ঠান। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সময় টেলিভিশন, প্রথম আলো, যমুনা টিভি, চ্যানেল টুয়েন্টি ফোর, নিউজ ২৪ সহ প্রায় সব বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধি। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতাও পালন করা হয়।

২০২২ সালের আগষ্ট মাসে আনুষ্ঠানিক আত্ম প্রকাশ করে ইন্দো-বাংলা প্রেসক্লাব। তথ্যমন্ত্রীসহ বাংলাদেশের বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি, অভিনেতা-অভিনেত্রী ইতোমধ্যে ক্লাবের সম্মানসূচক সদস্যপদ গ্রহণ করেছেন। ভারতে বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের একমাত্র এই সংগঠন ইন্দো-বাংলা প্রেসক্লাব। যা ভারতের জাতীয় দিবসের পাশাপাশি বাংলাদেশের জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবস পালন করে আসছে।
 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *