<![CDATA[
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক হোটেল কর্মচারী। বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সবুজ বাংলা রেস্টুরেন্টে সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে মারধর করেন।
এ ঘটনায় সবুজ বাংলা রেস্টুরেন্ট ঘেরাও করলে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে রেস্টুরেন্টটিতে তালাবন্ধ করেন পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সবুজ বাংলা রেস্টুরেন্টে শিক্ষার্থী ও হোটেল কর্মচারীর মধ্যে খাবার অর্ডার দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে শিক্ষার্থীকে চড় মারেন হোটেল কর্মচারী জহির। এই নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির পরিবেশ তৈরি হয়।
বিষয়টি মীমাংসা না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ পরিস্থিতি ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের উপস্থিত হয়ে তাৎক্ষণিক অভিযুক্ত কর্মচারী ও মালিক পক্ষের কাউকে না পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে রেস্টুরেন্টটি তালাবন্ধ করে দেয়া হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রেস্টুরেন্টের ছয় কর্মীকে জালালাবাদ থানায় নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: ঢাবিতে মধ্যরাতে নারীর ওপর চড়াও ‘মদ্যপ’ শিক্ষার্থী
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইশরাত ইবনে ইসমাইল বলেন, ঘটনা শোনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, ছাত্রকল্যাণ উপদেষ্টাসহ অন্যান্য সিনিয়র শিক্ষক সরেজমিনে উপস্থিত হয়। যেহেতু বিশ্ববিদ্যালয়ের বাইরের ঘটনা তাই পুলিশ প্রশাসনের সহায়তা নেওয়া হয়েছে। রেস্টুরেন্টটি পুলিশ তালাবন্ধ করে দিয়েছে।
এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান বলেন, বিষয়টি জিজ্ঞাসাবাদের জন্য আমরা ছয় জন কর্মচারী কে থানায় নিয়ে গিয়েছি। সিসি ফুটেজ দেখে ঘটনাটি তদন্ত করা হবে। আপাতত কারও বিরুদ্ধে মামলা করা হয়নি। আমরা হোটেল সিলগালা করতে পারি না। তবে বিষয়টি মীমাংসা করা পর্যন্ত হোটেল তালা মারা থাকবে। যার চাবি আমাদের হেফাজতে আছে।
]]>