<![CDATA[
শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘মায়াবৃক্ষে রাত্রি নামে’ শিরোনামে আবৃত্তি অনুষ্ঠান। শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চারজন কালজয়ী কবির কবিতা নিয়ে আট প্রতিশ্রুতিশীল শিল্পী আবৃত্তি পরিবেশন করেন। এ সময় মিলনায়তন ছিল দর্শকে পূর্ণ।
অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, এ ধরনের আবৃত্তি অনুষ্ঠান নবীন প্রবীণ সব আবৃত্তি শিল্পীর জন্য অনুপ্রেরণা যোগাবে। সর্বোপরি আবৃত্তি অঙ্গন সমৃদ্ধ হবে এ ধরণের উদ্যোগের মাধ্যমে।
অনুষ্ঠানে অংশ নেয়া শিল্পীরা বলেন, ‘মায়াবৃক্ষে রাত্রি নামে’ শিরোনামে কালজয়ী কবিদের কবিতা নিয়ে তিন মাস পরপর এমন আয়োজন নিয়ে দর্শকদের সামনে আসবেন তারা; যারই সূচনা পর্ব ছিল আজ।
আরও পড়ুন: চার বন্ধুর গল্প বলবে ‘কাবাডি’
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ এবং বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা নিয়ে ছিল প্রথম পর্ব।
এবারের আয়োজনে ছিলেন—পলি পারভীন, ইমরান সাগর, মাসুদ রানা, আলমগীর ইসলাম শান্ত, মো. ইসহাক আলী, মনোয়ারা রহমান লুবনা, জান্নাতুল ফেরদৌস মুক্তা ও ঊর্মি আক্তার টুম্পা।
]]>