<
সিরি আ
ইতালিয়ান সিরি আ’তে সর্বোচ্চ গোলদাতা নাইজেরিয়ান ফুটবলার ভিক্টর ওসিমহেন। নাপোলির এই ফরোয়ার্ড ৩২ ম্যাচ থেকে ২৬ গোল করেছেন। আর আর্জেন্টাইন তারকা লতারো মার্টিনেজ ইন্টার মিলানের হয়ে ৩৮ ম্যাচ থেকে ২১ গোল করেছেন।

বুন্দেসলিগা
জার্মান তারকা নিকলাস ফুলক্রুগ ওয়ের্ডার ব্রেমেনের হয়ে ২৮ ম্যাচ থেকে ১৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এছাড়া লাইপজিগের ক্রিস্টোফার এনকুঙ্কু ২৫ ম্যাচে ১৬ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।

লিগ ওয়ান
ফরাসি লিগটিতে খেলছেন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত তারকারা। তাই এই লিগটির রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। এই মৌসুমে লিওনেল মেসি, নেইমার জুনিয়রদের মতো তারকার ভীড়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

পিএসজির জার্সিতে এমবাপ্পে ৩৪ ম্যাচ থেকে ২৯ গোল করেছেন। আর লিঁওয়ের জার্সিতে খেলা আলেকজান্দার লাকাজেট ৩৫ ম্যাচ থেকে ২৭ গোল করে দুইয়ে রয়েছেন।
এছাড়া পিএসজির হয়ে মেসির গোলসংখ্যা ১৬টি এবং নেইমারের ১৩টি।
]]>