Skip to content

শুন্‌ শিং গ্রুপের বাংলাদেশ অপারেশন্সের বোর্ড পর্যায়ে নিয়োগ | বাণিজ্য

শুন্‌ শিং গ্রুপের বাংলাদেশ অপারেশন্সের বোর্ড পর্যায়ে নিয়োগ | বাণিজ্য

<![CDATA[

হংকংভিত্তিক প্রতিষ্ঠান শুন্‌ শিং গ্রুপ ইন্টারন্যাশনাল লিমিটেড তাদের বাংলাদেশ অপারেশন্স-এর জন্য বোর্ড পর্যায়ে নতুন নিয়োগ দিয়েছে।

সোমবার (৫ জুন) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইকরাম আহমেদ খান শুন্‌ শিং গ্রুপ বাংলাদেশ অপারেশন্সের চেয়ারম্যান এবং শেখ রায়হান আহমেদ ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন।

 

এ ছাড়া তাহমিনা আহমেদ শুন্‌ শিং গ্রুপ বাংলাদেশ অপারেশন্সের ব্যবস্থাপনা পরিচালক এবং সাকিব পাশা উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

 

শুন্‌ শিং গ্রুপ ইন্টারন্যাশনাল লিমিটেড সুদীর্ঘ ৩৫ বছর ধরে এশিয়ার শীর্ষস্থানীয় সিমেন্ট প্রস্তুতকারক এবং সিমেন্টের কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছে। এই গ্রুপটির বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে।

 

আরও পড়ুন: সামাজিক নিরাপত্তা ভাতা-গ্রহীতা বাড়ানোয় নগদের শুভেচ্ছা

 

বাংলাদেশের সেরা সিমেন্ট ব্র্যান্ড সেভেন রিংস সিমেন্ট শুন্‌ শিং গ্রুপ ইন্টারন্যাশনাল লিমিটেডের সিগনেচার ব্র্যান্ড।

 

বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও দুবাইয়ে গ্রুপটির ৪টি সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৯৪ লাখ মেট্রিক টন। ‘গ্রিন সিমেন্ট’ নামক গ্রুপের অন্য সিমেন্ট ব্র্যান্ডটি দুবাই ফ্যাক্টরি থেকে উৎপাদন ও বিপণন করা হয়ে থাকে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *