Skip to content

শেখ হাসিনা দেশের মানুষের মাথায় বিজয়ের মুকুট পরিয়েছেন: সমাজকল্যাণমন্ত্রী | বাংলাদেশ

শেখ হাসিনা দেশের মানুষের মাথায় বিজয়ের মুকুট পরিয়েছেন: সমাজকল্যাণমন্ত্রী | বাংলাদেশ

<![CDATA[

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী দেশবাসীকে কথা দিয়েছেন যে, বঙ্গবন্ধুর স্বপ্নকে সফলভাবে বাস্তবায়ন করবেন। সে লক্ষ্যে তিনি দেশ শাসনের সবক্ষেত্রে সফলতার দীপশিখা উজ্জীবিত করে একের পর এক অসম্ভবকে সম্ভব করে দেশ ও দেশের মানুষের জন্য সফলতা বয়ে আনছেন। তিনি দেশকে পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায়। দেশের মানুষের মাথায় পরিয়েছেন বিজয়ের মুকুট।’

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এ দেশের মানুষ বিশ্বাস করে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তির নাম শেখ হাসিনা।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সফুরা বেগম রুমীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান।

আরও পড়ুন: শেখ হাসিনার পরিচালনায় অনেক দেশের চেয়ে আমরা ভালো আছি: তথ্যমন্ত্রী

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে উপস্থিত লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সবস্তরের নেতৃবৃন্দের সম্মতিতে অ্যাড. সফুরা বেগম রুমীকে সভাপতি, বেগম জিল্লা আরসে এলাহীকে সিনিয়র সহ সভাপতি, মোহসিনা বেগম মিনাকে সাধারণ সম্পাদক এবং মাসুমা ইয়াসমিনকে যুগ্ম সাধারণ সম্পাদক করে লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *