Skip to content

শেখ হাসিনা ফিরে আসায় বাংলাদেশ এতোসব অর্জনের সাক্ষী: ইনান | রাজনীতি

শেখ হাসিনা ফিরে আসায় বাংলাদেশ এতোসব অর্জনের সাক্ষী: ইনান | রাজনীতি

<![CDATA[

বাংলাদেশের বিভিন্ন অর্জনের কথা উল্লেখ করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেছেন, বাংলাদেশের আজকের এই অর্জন সম্ভব হয়েছে শেখ হাসিনা দেশে ফিরে আসাতে। তিনি ফিরে না আসলে বাংলাদেশ কখনোই এতোসব অর্জনের সাক্ষী হতো না।

শনিবার (২০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ইনান বলেন, শিশুমৃত্যু হার কমেছে, দারিদ্রের হার কমেছে, স্বাক্ষরতার হার বেড়েছে, বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইটের মালিক হয়েছে, একদিনে ১০০ সেতু উদ্বোধন করার গৌরব অর্জন করেছে, নদীর তলদেশে টানেল এসবই সম্ভব হয়েছে শেখ হাসিনা দেশে ফিরে আসাতে। ১১ লাখ রোহিঙ্গাকে লাশ হয়ে ভেসে যাওয়া থেকে বাঁচিয়েছেন শেখ হাসিনা, আফগানিস্তান ও পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্র হওয়া থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন শেখ হাসিনা। হত্যার বিনিময়ে হত্যা নয়, শেখ হাসিনা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বলে জানান তিনি।

আরও পড়ুন: বিএনপিকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান তথ্যমন্ত্রীর

 

এসময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, পিতা শেখ মুজিবুর রহমানের ন্যায় কন্যা শেখ হাসিনাকেও দেশের মানুষের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য প্রত্যাবর্তন করতে হয়েছিল।

তিনি বলেন, ১৭ মে শেখ হাসিনা দেশে ফিরে যা যা বলেছেন তা সব তিনি বাস্তবায়ন করেছেন। তিনি নিজের জীবন বাজি রেখে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন: বাজেটের আগে তেল-গ্যাসের দাম বাড়বে না: প্রতিমন্ত্রী

 

 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *