<![CDATA[
২৮৭ রানের বড় লক্ষ্য তাড়ায় ১৫২ রানে ৭ উইকেট স্কটল্যান্ডের। স্বীকৃত ব্যাটারদের মধ্যে উইকেটে আছেন শুধু মাইকেল লিস্ক আর ওভারপ্রতি রান দরকার আটের বেশি। ড্রেসিংরুমে বসে ততোক্ষণে হয়তো হারের ক্ষণগণনা শুরু করে দিয়েছিলেন রিচি বেরিংটনরা। তবে লিস্কের ভাবনায় ছিল অন্যকিছুই। ৬১ বলে ৯১ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে স্কটিশদের অবিশ্বাস্য জয় এনে দেন এই অলরাউন্ডার।
বুধবার (২১ জুন) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অবিশ্বাস্য এক লড়াই হয়েছে আয়ারল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচে। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে স্কটিশরা। লিস্কের হার না মানা ইনিংসে ১ উইকেটের জয় পেয়েছে বেরিংটনের দল।
শুরুটা বাজে হয়েছিল আয়ারল্যান্ডেরও। ব্রেন্ডন ম্যাকমুলেনের করা প্রথম ওভারে পর পর দুই বলে দুই উইকেট হারায় আইরিশরা। ব্যালবার্নিদের সেরা ব্যাটার হ্যারি টেক্টরও এদিন ব্যর্থ হয়েছেন। ফিরেছেন ৬ রান করে। টেক্টরের সমান ৬ রান করে আউট হয়েছেন উইকেটরক্ষক লরকান টাকার। ৩৩ রানে ৪ উইকেট নেই আইরিশদের।
আরও পড়ুন: ‘ওয়ার্নের হৃদরোগের জন্য করোনা টিকা দায়ী’
বিপর্যস্ত আয়ারল্যান্ডকে এরপর টেনে তোলেন জর্জ ডকরেল এবং কার্টিস ক্যাম্ফার। ৩২ রান করে অ্যান্ডি ম্যাকব্রাইন ফেরার পর ষষ্ঠ উইকেটে ১৩৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। আগের ম্যাচের মতো এই ম্যাচেও ফিফটি তুলে নেন ডকরেল।
৬৯ রান করে ফেরেন ডকরেল। তবে ক্যাম্ফার ছিলেন শেষ ওভার পর্যন্ত। ৪৯.৫ ওভারে তিনি যখন ফিরলেন, দলের সংগ্রহ তখন ২৮২। ১০৮ বলে ৯ চার ও চার ছক্কায় ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে ক্রিস সোলের বলে বোল্ড হন ক্যাম্ফার। ২৮৬ রানে থামে আইরিশদের ইনিংস।
আরও পড়ুন: টানা দুই ম্যাচ জিতে বিশ্বকাপ স্বপ্নে উড়ছে ওমান
রান তাড়ায় শুরুটা একদমই ভালো হয়নি স্কটল্যান্ডের। দলীয় ৬ রানের মাথায় আউট হন ম্যাথু ক্রস। ম্যাকমুলেন করেন ১০ রান। জর্জ মানসি, রিচি বেরিংটনরাও পারেননি কোনো দায়িত্ব নিতে। একপ্রান্ত থেকে কিছুটা প্রতিরোধ গড়েছেন ক্রিস্টোফার ম্যাকব্রাইড। তবে ৫৬ রান করে তিনি ফিরলে আবারও আসা-যাওয়ার মিছিল শুরু হয়। এক পর্যায়ে ১৫২ রানে ৭ উইকেট হারায় স্কটিশরা। এখান থেকেই প্রতিরোধ শুরু।
অষ্টম উইকেটে মার্ক ওয়াটকে নিয়ে ৮২ রানের জুটি গড়ে ভিতটা গড়ে নেন লিস্ক। ৪৩ বলে ৪৭ রান করে ওয়াট ফিরলেও আশা হারাননি লিস্ক। শরিফকে নিয়ে আরও ৫০ রান যোগ করে অবিশ্বাস্য জয় তুলে আনেন তিনি।
শেষ ৪ ওভারে স্কটল্যান্ডের প্রয়োজন ছিল ৪৪ রান। ৪৭তম ওভারের শেষ ৫ বলে জশ লিটলের কাছ থেকে লিস্ক তোলেন ২১ রান। তাতে বিশ্বকাপ বাছাই মিশন জয় দিয়ে শুরু করল স্কটিশরা।
]]>