Skip to content

সঙ্গীকে নিয়ে ক্যাটরিনা ফাঁস করলেন নতুন তথ্য! | বিনোদন

সঙ্গীকে নিয়ে ক্যাটরিনা ফাঁস করলেন নতুন তথ্য! | বিনোদন

<![CDATA[

দেখতে দেখতে বিয়ের এক বছর পেরিয়ে গেছে বলিউডের জনপ্রিয় তারকা দম্পত্তি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এবারই প্রথম ভালোবাসা দিবস পালন করছেন তারা। সম্প্রতি বন্ধুদের সঙ্গে ভালোবাসা দিবস পালন করতে গিয়ে বন্ধু মিনি মাথুর এবং কারিশমা কোহলির সঙ্গে মজার খেলায় অংশ নিয়েছিলেন ক্যাটরিনা। ক্যাটরিনার মেকআপ ব্র্যান্ড ‘কে বিউটি’র সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে তাদের একটি ভিডিও শেয়ার করা হয়েছে।

তারা ‘নেভার হ্যাভ আই এভার’ গেম-এ অংশ নিয়েছেন। খেলার নিয়মানুযায়ী কোনো একটি বিষয়ে স্বীকারোক্তি দিয়ে এক চামচ কেক খেতে দেখা গেছে তাদের। প্রথম প্রশ্ন উঠতেই, ক্যাটরিনা ফাঁস করেছেন তিনি সঙ্গীর ফোন চেক করেছেন। মিনি তৎক্ষণাৎ বলে ওঠেন, ‘ভিকি তোমার পাসওয়ার্ড পরিবর্তন করে দাও।’ কিন্তু ক্যাটরিনা তাকে বাধা দিয়ে বলেন, ‘না, যখন আমার বুদ্ধি কম ছিল তখন এসব করেছি। এখন ঘটে বুদ্ধি এসেছে। আমি কখনোই, কখনো, কখনো আর কখনো এসব করব না। কেউ ফোন খুলে আমার পাশে রাখলেও আমি তাকাব না।’ এরপরই এক চামচ কেক খেয়ে নেন ক্যাটরিনা। পরিচালক কবীর খানের স্ত্রী মিনি মাথুরও ক্যাটরিনার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হন যে এ কাজ আর কখনো করবেন না তিনিও।

আরও পড়ুন: সালমান-শাহরুখকে নিয়ে প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া

জীবনের নানা অজানা কথা, ইনস্টাগ্রামের ডিএম নিয়েও কথা বলেছেন তিনজন। একই সঙ্গে ক্যাট ফাঁস করেছেন, পাবলিক বাথরুমে দাঁড়িয়ে অঝোরে কেঁদেছেন তিনি। এক প্রশ্নের জবাবে ক্যাটরিনা বলেন, ‘কোনো এক দীপাবলি পার্টি ছিল সেটি।’

ক্যাটরিনাকে ভবিষ্যতে শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’-এ বিজয় সেতুপতির বিপরীতে দেখা যাবে। এটি চলতি বছরের শেষে মুক্তি পাবে। এ ছাড়া সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ ছবিতেও দেখা যাবে।

আরও পড়ুন: ‘ড্রিম গার্ল’ হয়ে ফিরছেন আয়ুষ্মান খুরানা

উল্লেখ্য, ২০২১ সালের ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে মনোযোগ দিয়েই সংসার করছেন ভিকি-ক্যাট দম্পত্তি। তাদের আজকের এই বিশেষ দিনে ভক্ত-অনুরাগীদের থেকে শুরু করে শোবিজ অঙ্গনের অনেকে শুভেচ্ছা জানিয়েছেন এই দম্পত্তিকে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *