Skip to content

সব ষড়যন্ত্র রুখে দিয়ে দেশ এগিয়ে যাবে: কামরুল | বাংলাদেশ

সব ষড়যন্ত্র রুখে দিয়ে দেশ এগিয়ে যাবে: কামরুল | বাংলাদেশ

<![CDATA[

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশের উন্নয়নকে থামিয়ে দিতে দেশীয় আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে।

মঙ্গলবার (১৬ মে) সকালে রাজধানীর বকশিবাজারে নবকুমার ইনস্টিটিউটের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 

অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। বছরের প্রথম দিনে বিনামূল্যে বই দেয়ার পাশাপাশি নানা পদক্ষেপ নিয়েছে সরকার।

 

আরও পড়ুন: নির্বাচন নিয়ে বিএনপি অনেক ষড়যন্ত্র করবে: তোফায়েল

 

একটি শক্তি বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। কিন্তু সব ষড়যন্ত্র রুখে দিয়ে দেশ এগিয়ে যাবে। বিশ্বে সম্ভাবনার দেশ বাংলাদেশ বলেও জানান তিনি।

 

আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, কয়েকদিন আগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনের জনসাধারণকে জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে।

 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *