Skip to content

সমাবেশ ঘিরে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে: রিজভী | রাজনীতি

সমাবেশ ঘিরে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে: রিজভী | রাজনীতি

<![CDATA[

ঢাকা মহানগরীর বিভিন্ন যায়গা থেকে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে রাজধানীর নয়া পল্টনে বিএনপির সমাবেশের মঞ্চ নির্মাণ পরিদর্শনে এসে তিনি এ অভিযোগ করেন।

 

রিজভী বলেন, পুলিশের ভূমিকাটা রহস্যজনক। ঢাকার প্রতিটি এলাকাতে ডাইনি শিকারের মতো আচার-আচরণ করছে পুলিশ। সমাবেশ ঘিরে অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

 

আরও পড়ুন: সমাবেশের আগেই স্লোগানে মুখর নয়াপল্টন, রিজভীর ধমক

 

এখানে সমাবেশের অনুমতি দিয়েও তারা অগণতান্ত্রিক আচরণ করছে। আমি এর নিন্দা জানাচ্ছি। সমাবেশের জন্য নেতাকর্মীদের মধ্যে আনন্দ থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু পুলিশ সার্বিক সহায়তা না করে সরকারের হয়ে কাজ করছে। 

 

তিনি বলেন, ‘ডাবল স্টানডার্ট পালন করছে সরকার ও নিরাপত্তা বাহিনী। এরপরও আমি আশা করছি, শুক্রবারের সমাবেশে তারা সহযোগিতা করবে।’ 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *