<![CDATA[
নোয়াখালীর চাটখিলে সম্পত্তির বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি কাঠের রোয়া জব্দ করা হয়েছে।
গ্রেফতাররা হলেন, মামলার প্রধান আসামি শোশালিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইয়াকুব (১৮), চাচাতো ভাই ফয়েজ আহমদ (৬০) ও তার ছেলে রেদোয়ান হোসেন রাফি (১৮)।
বৃহস্পতিবার (৪ মে) দুপুরে তাদেরকে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার (৩ মে) রাতে চাটখিলের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: আম গাছে ঝুলছিল রাকিবুলের মরদেহ!
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, হত্যাকাণ্ডের পর থেকে পুলিশের চারটি টিম একসঙ্গে কাজ করে ঘটনার মূলহোতাসহ প্রধান তিন আসামিকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মৃদন মিয়া জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
গত বুধবার (৩ মে) বেলা ১১টার দিকে চাটখিলে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবুল বাশারকে (৪০) পিটিয়ে হত্যা করে ভাতিজা রেদোয়ান রাফিসহ তার সহযোগীরা।
আরও পড়ুন: চট্টগ্রামে মুক্তিপণ না পেয়ে শিশুকে পিটিয়ে হত্যা
জানা গেছে, দীর্ঘদিন ধরে আবুল বাশারের সঙ্গে তার চাচাতো ভাই ফয়েজ আহমদের জমি সংক্রান্ত বিরোধ ছিল। বুধবার সকালে আবুল বাশার স্থানীয় মোশাররফ মডেল হাইস্কুল মাঠে ধানক্ষেতে কাজ করছিলেন। এ সময় ফয়েজ আহমদের ছেলে রেদোয়ান রাফির (১৮) নেতৃত্বে ইয়াকুব (১৮), ইয়াসিনসহ (২০) একদল কিশোর লাঠি দিয়ে পিটিয়ে বাশারকে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
]]>