<![CDATA[
সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানি বন্ধের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সড়কে ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন জেলার কর্মরত সাংবাদিকরা।
এ সময় মানববন্ধনে টিভির রিপোর্টার ও রাজবাড়ী জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি করিম ইসহাক, সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, রিপোর্টার ক্লাবের সভাপতি সাংবাদিক লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ, সাংবাদিক আজু শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
আরও পড়ুন: সময় টিভির বার্তাপ্রধানকে হয়রানির প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন
বক্তারা এ সময় অবিলম্বের সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানি বন্ধের জোর দাবি জানান।
আরও পড়ুন: সময় টিভির বার্তাপ্রধানকে হয়রানির প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন
২০২২ সালের ৮ আগস্ট সময় টিভির স্ক্রলে ‘রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ, তদন্ত ৪ সদস্যের কমিটি গঠন’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। একই বছরের ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮-এর ২৫(১) (ক)/২৯ ধারায় মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে ৫০ লাখ টাকার মানহানির অভিযোগ তুলে সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মামলা করা হয়।
]]>