Skip to content

সাকিব-শরীফুলরা পেলেও কেন এনওসি পেলেন না তাসকিন? | খেলা

সাকিব-শরীফুলরা পেলেও কেন এনওসি পেলেন না তাসকিন? | খেলা

<![CDATA[

আন্তর্জাতিক ক্রিকেটের ফর্মটা ফ্র্যাঞ্চাইজি লিগেও ধরে রেখেছেন তাসকিন আহমেদ। চলমান জিম আফ্রো টি-টেন লিগে দুর্দান্ত বোলিং করছেন এই টাইগার পেসার। উইকেট শিকারের পাশাপাশি ভালো ইকোনমিও বজায় রেখেছেন ডানহাতি এই পেসার।

লঙ্কা প্রিমিয়ার লিগে অংশগ্রহণে তাসকিন আহমেদকে অনাপত্তিপত্র দেয়নি ক্রিকেট বোর্ড। ক্রিকেট মহলে তুমুল হইচই এ নিয়ে। বিসিবির একপ্রকার সমালোচনায় নেমেছেন ভক্তরা। সবার একই প্রশ্ন- এলপিএলে খেলতে সাকিব আল হাসানের পাশাপাশি তাওহীদ হৃদয় ও শরিফুল ইসলামকে এনওসি দেয়া হলেও কেন তাসকিনের বেলায় এমন সিদ্ধান্ত? কিন্তু, এসব প্রশ্নে বিচলিত নয় বিসিবি। অনড় অবস্থানে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। টাইগারদের অন্যতম সেরা পেসারকে নিয়ে এতো ঝুঁকি নিতে চান না নীতি নির্ধারকরা।  

 

এর আগে আকর্ষণীয় আইপিএলের প্রস্তাবও জাতীয় দলের স্বার্থে ফিরিয়ে দিয়েছেন তাসকিন। এবার শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি আসরেও আগ্রহের কেন্দ্রে ছিলেন ফর্মের তুঙ্গে থাকা এই পেসার। কিন্তু ডাম্বুলা অরা থেকে ডাক পেয়েও যাওয়া হচ্ছে না তার। বিদেশি লিগগুলোতে খেললে অভিজ্ঞতা, তারকা খ্যাতি, অর্থ- অনেক কিছুই অর্জন করা সম্ভব। তবে প্রতিবার সুযোগ এলেও এক্ষেত্রে পিছিয়ে পড়ছেন তাসকিন। এ বিষয়ে তার মন খারাপ থাকতেও পারে। তবে এশিয়া ও বিশ্বকাপের আগ মুহূর্তে এলপিএলে খেললে থাকবে ইনজুরির ঝুঁকি। মাথায় রাখতে হচ্ছে সেটাও। তাসকিনকে এলপিএলে না পাঠানোর সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও।   

 

আরও পড়ুন: বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের বিজ্ঞাপন রেট আকাশ ছোঁয়া!

 

ইনজুরির সঙ্গে তাসকিনের পরিচয় অনেক পুরানো। চোটের কারণে দল থেকে বহুবার ছিটকে গেছেন। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর নিজেকে নতুন করে গড়েন এই পেসার। নিজ উদ্যোগে ফিটনেস ও মানসিকতা বদলে ফেলার লড়াইয়ে নামেন। যার ফল পেতে দেরি হয়নি। তাসকিনই তো এখন টাইগার পেস আক্রমণের নেতা।

 

এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে। তাই দলের সামনে চাপটাও প্রচুর। তাসকিনকে এলপিএলে না পাঠানোর কারণ আন্তর্জাতিক সূচির চাপ। দলের সেরা পেসার এমন সময় ইনজুরিতে পড়ুক এমনটা কোনোভাবেই চান না নির্বাচক থেকে শুরু বোর্ড কর্তারা। বিষয়টা আরও স্পষ্ট করে দিলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

 

আরও পড়ুন: মেয়েকে সঙ্গে রাখার অনুমতি না পেয়ে সরে দাঁড়ালেন পাকিস্তানি তারকা

 

তিনি বলেন,  ‘এলপিএলে তাসকিনের বিষয়টা বিবেচনাধীন আছে। ক্রিকেটে তার সাম্প্রতিক অংশগ্রহণ ও ওয়ার্কলোড বিবেচনা করে বিষয়টিকে আমরা ভিন্নভাবে চিন্তা করছি।’

 

বিসিবির এই সিইও আরও বলেন, ‘আপনারা জানেন যে এর আগে আমাদের একটা পলিসি ছিল সর্বোচ্চ দুইটা ফ্র্যাঞ্চাইজি লিগে আমরা অনুমতি দেব। কিন্তু এখন যেভাবে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগগুলো বাড়ছে তাতে ওয়ার্কলোডটাকে বিবেচনা করছি। টুর্নামেন্টের সংখ্যার চেয়ে ওয়ার্কলোডকেই বেশি বিবেচনা করছি। আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য যে ওয়ার্কলোড প্রয়োজন সবকিছু বিবেচনা করে, পাশাপাশি ভবিষ্যৎ সূচিও আরেকটা বিবেচনার বিষয়। সব আমলে নিয়েই অনাপত্তিপত্র দেয়া হচ্ছে।’

 

চলমান জিম আফ্রো টি-টেন লিগেও দুর্দান্ত ফর্মটা ধরে রেখেছেন তাসকিন। বুলাওয়ে ব্রেভসের প্রতি ম্যাচেই দারুণ বোলিং করছেন। আছেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারের দৌড়ে। বাউন্সার-স্লোয়ার-ইয়োর্কারে পরাস্ত করছেন প্রতিপক্ষ ব্যাটারদের। এশিয়া কাপ এবং বিশ্বকাপেও তাকে একই চেহারায় দেখতে চান সমর্থকরা।   

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *