Skip to content

সাকিব-সৌম্যদের পারফরম্যান্সে হতাশ প্রবাসীরা | টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাকিব-সৌম্যদের পারফরম্যান্সে হতাশ প্রবাসীরা | টি-টোয়েন্টি বিশ্বকাপ

<![CDATA[

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্সে হতাশ প্রবাসী সমর্থকরা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) টাইগারদের হতশ্রী বোলিং, ব্যাটিং আর ফিল্ডিংয়ে ক্ষুব্ধ অনেকে। তবে এখনো তিন ম্যাচ বাকি থাকায় হাল ছাড়ছেন না তারা। তাদের প্রত্যাশা, সামনের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াবে টাইগাররা।

সিডনিতে প্রথমবারের মতো বাংলাদেশের ম্যাচ। নিজ দেশের খেলা মাঠে বসে দেখতে প্রবাসী বাংলাদেশিদের উৎসাহ-উদ্দীপনার কমতি ছিল না। দক্ষিণ আফ্রিকা শক্ত প্রতিপক্ষ হলেও, জয়ের প্রত্যাশা নিয়েই স্টেডিয়ামে হাজির হন অসংখ্য টাইগার সমর্থক।

তবে ভক্তদের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ দল। হতশ্রী ব্যাটিং, বোলিং আর ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। সাকিব-সৌম্যদের এমন পারফরম্যান্সে হতাশ সমর্থকরা।

আরও পড়ুন: ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও ধরছে একই ভূতে!

তারা বলছেন, এমন কোনো সাইড দেখছি না যে বাংলাদেশ ভালো খেলছে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও বাজে হয়েছে।

বিশ্বকাপে এখনো তিন ম্যাচ বাকি বাংলাদেশের। সমর্থকদের প্রত্যাশা, সামনের ম্যাচগুলোতে তাদের প্রত্যাশা পূরণ হবে। ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল।

সমর্থকরা বলছেন, খেলার মধ্যে হার-জিত থাকেই। তবে আমরা আশাবাদী যে, সামনের ম্যাচগুলোতে বাংলাদেশ ভালো কিছু করবে।  

আরও পড়ুন: গ্রুপ ওয়ান যেন মৃত্যুকূপ, শঙ্কায় ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও

আগামী রোববার (৩০ অক্টোবর) বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে টাইগাররা। সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্রিসবেনে টাইগারদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। সেই ম্যাচে জয় তুলে সমর্থকদের হতাশা বিজয়োল্লাসে পরিণত করতে পারে কিনা বাংলাদেশ, সেটাই এখন দেখার বিষয়।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *