Skip to content

সাফে টিকিট কালোবাজারির অভিযোগ | খেলা

সাফে টিকিট কালোবাজারির অভিযোগ | খেলা

<![CDATA[

বাংলাদেশে ক্রিকেট বা ফুটবল সব জায়গায় দর্শকদের কাছে বড় আতঙ্কের নাম হয়ে উঠেছে টিকিট কালোবাজারি। ৫০ টাকার টিকিট কালোবাজারিদের কাছ থেকে কিনতে অনেক বেশি দামে। কালোবাজারিদের এই দৌরাত্ম্য দিন দিন যেন বেড়েই চলেছে।

নারী সাফ চ্যাম্পিয়নশিপেও দেখা গেছে টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্য। প্রকাশ্যে হাতে টিকিট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা। কিন্তু এত টিকিট কীভাবে আসল তাদের হাতে? এমন প্রশ্নের জবাবে অবৈধভাবে টিকিট বিক্রি করা অনেকে জানান, সেগুলো তারা বিভিন্ন ক্লাব থেকে সংগ্রহ করেন।

আরও পড়ুন: চোটে পড়ায় খেলা নিয়ে শঙ্কা মাশরাফীর

এ দিকে নির্ধারিত কাউন্টার থেকে টিকিট না পেয়ে বেশিরভাগ দর্শকদের বাধ্য হয়ে কালোবাজারিদের থেকে টিকিট কিনতে হচ্ছে। ফলে ক্ষোভ প্রকাশ করেন খেলা দেখতে আসা অনেকে। তারা জানান, আমরা খেলা দেখতে এসে টিকিট পাই না কাউন্টারে। ফলে বাধ্য হয়ে বাইরের থেকে বেশি দাম দিয়ে কিনে খেলা দেখতে হয়।

দেশের খেলার ভাবমূর্তি বজায় রাখতে এই অনিয়ম বন্ধ করার দাবি সমর্থকদের। তারা বলেন, আমরা এর প্রতিকার চাই। যখন এই খেলাগুলো জনপ্রিয় হয়ে উঠবে, তখন আরও বেশি টাকা দিয়ে অবৈধভাবে আমাদের টিকিট কিনতে হবে। তার আগে এটি বন্ধ হওয়া উচিত। এছাড়া টিকিট কেনার ঝামেলায় অনেকে খেলা দেখতে আসেন না।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *