<![CDATA[
পটুয়াখালীতে সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা যুবলীগ নেতা শহীদ মাহমুদুর রহমান পলাশের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) পটুয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টাউন জৈনকাঠী জৈনপুরী হুজুরের খানকাহ কবরস্থানে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ মাহমুদুর রহমান পলাশের বাবা ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাড. মো. সুলতান আহমেদ মৃধা, মা সাবেক সংসদ সদস্য মিসেস লুৎফুন নেছা, স্ত্রী রোকসান পারভীন রিপা, ছেলে হাসিন আরমান ফাহিম এবং মেয়ে ফারিহা রহমান।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দ্বাদশ মৃত্যুবার্ষিকীতে ১১ ছাত্রলীগ নেতাকে স্মরণ
এ সময় উপস্থিত ছিলেন শহীদ মাহমুদুর রহমান পলাশের ভাই ড. মো. আতিকুর রহমান মাসুম, মামা সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. শফিকুল ইসলাম, মামা পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. রফিকুল ইসলাম খোকন মৃধা, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ গাজী হাফিজুর রহমান সবির, দফতর সম্পাদক অ্যাড. হারুন অর রশীদ, সদস্য ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মনির, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ মো. সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. অসীম মৃধা এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন এলাকার অসংখ্য ব্যক্তিবর্গ।
]]>