Skip to content

সামনে এলো ‘সুড়ঙ্গ’র অফিসিয়াল পোস্টার | বিনোদন

সামনে এলো ‘সুড়ঙ্গ’র অফিসিয়াল পোস্টার | বিনোদন

<![CDATA[

ঈদুল আজহায় এবার টেক্কা দিতে আসছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ আফরান নিশো। প্রথমবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’।

রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় নিশোর নায়িকা হিসেবে রয়েছেন তমা মির্জা। সঙ্গে রয়েছেন এপার-ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াও।

সিনেমাটির ঘোষণার পর থেকেই এর অফিসিয়াল পোস্টারের অপেক্ষায় ছিলেন নিশো ভক্তরা। এবার সিনেমাটির অফিসিয়াল পোস্টারও প্রকাশ করলেন পরিচালক রায়হান রাফী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন ‘সুড়ঙ্গ’র অফিসিয়াল পোস্টার। সুড়ঙ্গের ভেতর হাতে কোদাল নিয়ে ভয়ঙ্কর লুকে তাকিয়ে আছেন নিশো। দিচ্ছেন ভয়ংকর কিছু আভাস। এর যৌথ প্রযোজনায় থাকছে আলফা- আই ও চরকি।

আরও পড়ুন: শাকিবের জন্য ভালোবাসা জানান দিলেন অপু

বড় পর্দায় প্রথমবারের মতো নিশোকে পেয়ে ভক্তদের উত্তেজনাও কম নয়। অবশ্য অনেক আগে থেকেই বড় পর্দায় নিশোকে দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। এদিকে ‘সুড়ঙ্গ’র টিজার প্রকাশ পাওয়ার পর থেকেই ভয়ংকর কিছুর পূর্বাভাস প্রকাশ পেয়েছে নিশোর লুকে।

আরও পড়ুন: ‘প্রিয়তমা’য় শাকিবের ফার্স্টলুক প্রকাশ্যে (ভিডিও)

১ মিনিট ২২ সেকেন্ডের এই পূর্বাভাসে নানারূপে দেখা মিলেছে নিশোর। কখনও ইলেকট্রিশিয়ান, কখনও জেলখানার কয়েদি, কখনও আবার প্রেমিকরূপে। এ ছাড়া নিশো বাদেও দেখা মিলেছে অভিনেত্রী তমা মির্জার।

অনেকটা অবলা নারীর চরিত্রে তাকে দেখা গেলেও পূর্বাভাসের শেষটা হয় আফরান নিশোর ভয়ংকর হাসি আর নিশ্বাসের শব্দে।

 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *