<![CDATA[
বলিউডে আসছে নতুন মুখ, নাম আলিজেহ অগ্নিহোত্রী। তবে তার আরও একটি পরিচয় আছে, তিনি সালমান খানের ভাগ্নি এবং নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা অতুল অগ্নিহোত্রীর মেয়ে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৌমেন্দ্র পাধির পরবর্তী সিনেমা দিয়েই বলিউডে পা রাখতে যাচ্ছেন আলিজেহ। ইতোমধ্যেই ছবির শুটিং শুরু হয়েছে।
আরও পড়ুন: অভিষেক-কারিশমার প্রেম ভাঙার কারণ জানালেন সুনীল
ছবির কাজ শুরু হলেও নাম এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এই নতুন ছবি।
আরও পড়ুন: শেহনাজ মানেই সিদ্ধার্থ
অভিনয়ে এবারই প্রথম হলেও ক্যামেরার প্রথম না আলিজেহ। এর আগে একটি জুয়েলারি ব্র্যান্ডের হয়ে ফটোশুট করেছিলেন সালমানের বোন আলভিরার সঙ্গে কাজ করেছেন তিনি। অভিনয়ের প্রতি প্রবল আগ্রহের কারণে ২ বছর প্রশিক্ষণও নিয়েছেন আলিজেহ।
]]>