<![CDATA[
নীলফামারীর শিমুলতলীতে একটি মাইক্রোবাস একটি সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে এক মা ও তার শিশু নিহত হয়েছে। এছাড়া আরও ৪ জন আহত হয়েছে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, শনিবার (১ জুলাই) রাত ১২টার দিকে সিএনজিতে করে ওই মা তার শিশুকে সঙ্গে নিয়ে শশুরবাড়ি জলঢাকা থেকে বাপের বাড়ি সৈয়দপুর ফিরছিলেন।
সোনারায় ইউনিয়নের শিমুলতলীর কাছাকাছি পৌঁছালে নীলফামারী থেকে সৈয়দপুরের দিকে আসা একটি মাইক্রোবাস সিএনজিটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এরপর টেনে হেচড়ে প্রায় আধা কিলোমিটার দূরে ঢেলাপীর হাটের কাছে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়।
আরও পড়ুন: গাইবান্ধায় বৃদ্ধাকে গলা কেটে হত্যা
ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মায়ের লাশ ও গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে। এরপর শিশুটিকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুক্ষন পর শিশুটিও মারা যায়। আহত অন্য ৪ জনকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: রংপুরে বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়
দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়। নিহত মায়ের পরিচয় পাওয়া গেছে। তার নাম সারমিন আক্তার। স্বামী রেজাউল করিম। তাদের বাড়ি সৈয়দপুর উপজেলার ধলাগাছ সরদার পাড়ার আবাসনে।
]]>