Skip to content

সিরাজগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ | বাংলাদেশ

সিরাজগঞ্জে  ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ | বাংলাদেশ

<![CDATA[

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

শনিবার (২৭ মে) সকালে বগুড়া নগড়বাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় এ ঘটনা ঘটে।
 

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বদরুল কবির জানান, হাটিকুমরুলগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে আহত হন পাঁচজন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উল্লাপাড়া কাওয়াক হাসপাতালে ভর্তি করেন।

 

আরও পড়ুন:গান গেয়ে ভাইরাল সিরাজগঞ্জের কৃষক ফজলু

 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় নলকা এলাকার মোহাম্মদ আলী নামে একজন মারা যান। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি হাইওয়ে থানায় নিয়ে যায়।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *