Skip to content

সিলেটে ৭০০ কিমি নৌপথের নাব্য সংকট দূর করা হবে | বাংলাদেশ

সিলেটে ৭০০ কিমি নৌপথের নাব্য সংকট দূর করা হবে | বাংলাদেশ

<![CDATA[

সিলেট বিভাগে আগামী কয়েক বছরের মধ্যে ৭০০ কিলোমিটার নৌপথের নাব্য সংকট দূর করে সব সময় সচল রাখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে সোলেমানপুর এলাকার পাটলাই নদীর খননকাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, পানি প্রবাহ সচল ও আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষা করতে বিআইডব্লিউটিএ ও পানি সম্পদ মন্ত্রণালয় সমন্বয় করে সুনামগঞ্জের নদী খননের কাজ করবে। সেই সঙ্গে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য স্থায়ীভাবে ড্রেজার বেইজ করা হবে। এতে লং বুম এস্কেভেটরসহ আধুনিক খনন মেশিনারিজ থাকবে। হাওড় এলাকায় স্থায়ীভাবে ড্রেজার রাখা হবে, যাতে জরুরি প্রয়োজনে নদী খনন করে সৃষ্ট সমস্যা নিরসন করা যায়। আগে সিলেট অঞ্চলে বিআইডব্লিউটিএ’র সেই সক্ষমতা ছিল না, এখন হয়েছে।

 

আরও পড়ুন:  সিলেটে নদী দখলের মহোৎসব

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের ৩৮টি আধুনিক ড্রেজার দিয়েছেন। আরও ৩৫ ড্রেজার কেনার প্রকল্প নিয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন নদীমাতৃক বাংলাদেশের চিরচেনা রূপ ফিরিয়ে দিতে। এরইমধ্যে প্রধানমন্ত্রী ১০ হাজার কিলোমিটার নৌপথ উদ্ধার করে দেশবাসীকে উপহার দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন। ইতিমধ্যে সাড়ে তিন হাজার কিলোমিটার নৌপথ উদ্ধার হয়েছে।’

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বলেন, ‘সিলেট বিভাগে আগামী কয়েক বছরের মধ্যে ৭০০ কিলোমিটার নৌপথের নাব্য সংকট দূর করে সব সময় সচল রাখা হবে। হাওড়ে নদী খননের মাটি ডাইক করে ফেলা হবে; যাতে এগুলো আবার নদীতে না পড়ে। বিআইডব্লিউটিএ’র ড্রেজার নদীর তীর থেকে ১ কিলোমিটার দূরে মাটি ফেলতে পারে। এক্ষেত্রে স্থানীয়দের সহায়তার দরকার তারা যদি ড্রেজ মেটেরিয়াল ফেলার জায়গা করে দেন তাহলে আরও ভালোভাবে কাজ করতে পারব।’

তিনি বলেন, ‘হাওড় এলাকার নদীগুলোতে ৩-৪ মিটার পানি যাতে পাওয়া যায়, সেটা নিশ্চিত করা হবে। নদী খননের মেশিনারিজ, অর্থ বরাদ্দ ও জনবল দিয়ে আমাদের সহায়তা করবে।’

বিআইডব্লিউটিএ’র ড্রেজিং কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, পরিচালক সাইফুল ইসলাম, প্রধান প্রকৌশলী রকিবুল ইসলাম তালুকদার, মো. শাহজাহান  সুব্রত রায় প্রমুখ।

 

 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *