Skip to content

সুনামগঞ্জে আগুনে ৩৮ ঘর পুড়ে ছাই | বাংলাদেশ

সুনামগঞ্জে আগুনে ৩৮ ঘর পুড়ে ছাই | বাংলাদেশ

<![CDATA[

সুনামগঞ্জের জামালগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ৩৮টি ঘর পুড়ে গেছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দুর্গম জনপদ ফেনারবাক ইউনিয়নের হটামারা নাজিমনগর গ্রাম এ ঘটনা ঘটে।  

ফেনারবাক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার জানান, বিকেলে প্রথমে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুনের লেলিহান শিখায় ৩৮ ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুনে পুড়ে যায় নগদ ৫ লাখ টাকা আসবাবপত্র। ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে। স্থানীয়রা দীর্ঘ ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: কয়েলের আগুনে পুড়ে মরল ৩ গরু

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাসের বেগ জানান, অগ্নিকাণ্ডে ৩৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।  

জামালগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিৎ দেব জানান, ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *