Skip to content

সৌ‌দি‌ আরবে ১১ হাজারের বেশি অভিবাসী আটক | আন্তর্জাতিক

সৌ‌দি‌ আরবে ১১ হাজারের বেশি অভিবাসী আটক | আন্তর্জাতিক

<![CDATA[

আবাসিক, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে এক সপ্তাহের মধ্যে ১১ হাজার ৯১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, চলতি মাসের ৬ থেকে ১২ তারিখের মধ্যে দেশজুড়ে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিটের যৌথ মাঠ অভিযানে অবৈধ অভিবাসীদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ২৫৯ জন আবাসিক ব্যবস্থা লঙ্ঘনকারী, ৩ হাজার ৭৫৩ জন সীমান্ত নিরাপত্তা বিধি এবং শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন ১ হাজার ৮০৩ জন।

 

এছাড়া সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে আরও ৬৭৫ জনকে গ্রেফতার করা হয়, যার মধ্যে ৫৪ শতাংশ ইয়েমেনি, ৪৪ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এদিকে, আরও ১৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে সৌদি আরব থেকে বেরিয়ে যাওয়ার জন্য সীমান্ত অতিক্রম করার সময়। 

 

বাসস্থান এবং কাজের বিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেয়া এবং গোপনীয় কার্যকলাপের সঙ্গে জড়িত পাঁচ ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন: যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় শতাধিক অবৈধ অভিবাসী আটক 

দেশটিতে বর্তমানে মোট ৩৫ হাজার ৭০০ আইন লঙ্ঘনকারী অভিবাসী স্থানীয় আইনের মুখোমুখি, যাদের মধ্যে ২৯ হাজার ৬২৯ জন পুরুষ এবং ৬ হাজার ৮০ জন নারী।

 

এর মধ্যে ২৬ হাজার ১৬১ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে রেফার করা হয়, আর ৩ হাজার ৪০৭ জনকে বলা হয়েছে তাদের ট্রাভেল রিজার্ভেশন সম্পন্ন করতে। এছাড়া আইন লঙ্ঘনকারী আরও ৪ হাজার ৫০৮ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

 

সৌদি আরবে অনুপ্রবেশকারীদের প্রবেশের সুবিধা বা তাদের পরিবহন বা আশ্রয় দেয় বা অন্য কোনো সহায়তা বা পরিষেবা দেয়, এমন ব্যক্তিকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি দিতে হবে বড় অংকের জরিমানাও।

 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *