Skip to content

সৌদি আরবে হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ | খেলা

সৌদি আরবে হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ | খেলা

<![CDATA[

ফুটবল নিয়ে সম্প্রতি সবচেয়ে বেশি খবরের শিরোনাম হয়েছে সৌদি আরব। নিজেদের লিগে একের পর এক তারকা ফুটবলার ভিড়িয়ে তারা নজর কেড়েছে সারাবিশ্বের। এর মধ্যে পৃথিবীর ফুটবলপ্রেমীদের নজর কাড়তে তারা পেয়েছে আরও একটি মোক্ষম সুযোগ।

২০২৩ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন স্বত্ব পেয়েছে সৌদি আরব। সোমবার (২৬ জুন) এক বিবৃতিতে সৌদি ফুটবল ফেডারেশন ও ফিফা মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে।

 

তার আগে ফিফার একটি প্রতিনিধি দল সৌদি আরবের জেদ্দায় গিয়ে পর্যবেক্ষণ করেছিল দেশটির ফুটবলের অবকাঠামো। কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়াম, প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামসহ অন্য ফুটবলারদের অনুশীলন ও আবাসনের সুবিধায় সন্তুষ্ট হয়েছে ফিফার প্রতিনিধি দল। যার কারণে আয়োজনের স্বত্ব পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।

 

আরও পড়ুন: শতকোটি ইউরোর রিলিজ ক্লজে ভিনিসিউসের সঙ্গে চুক্তি চায় রিয়াল

 

সাত দলের অংশগ্রহণে এবারের ক্লাব বিশ্বকাপ মাঠে গড়াবে ১২ ডিসেম্বর। আসরের পর্দা নামবে ২২ ডিসেম্বর। সব ম্যাচই হবে জেদ্দায়।

 

ক্লাব বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়ে সৌদি ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের আল মিশেল বলেন, ‘সৌদি আরবের বর্তমান এই রূপান্তর প্রক্রিয়ায় ক্রীড়া প্রধান নিয়ামক। এটা সৌদি আরবকে ক্রীড়াবিশ্বের অন্যতম রোমাঞ্চকর ও দ্রুত বর্ধনশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। আমরা বিশ্বাস করি, ফিফা ক্লাব বিশ্বকাপ আমাদের ফুটবলকে এগিয়ে নিতে ও সমর্থকদের অনুপ্রাণিত করার বড় একটা সুযোগ।’
 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *