<![CDATA[
সৌদি আরবে প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপনের বিষয়ে দেশটির বাণিজ্য ও মিডিয়াবিষয়ক মন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবের বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ সহযোগিতা কামনা করেন। সৌদি বাণিজ্যমন্ত্রীও দু’দেশের মধ্যে বিদ্যমান ইতিবাচক সম্পর্কের উল্লেখ করে এ কারখানা স্থাপনের বিষয়ে সম্ভাব্য সব রকম সহযোগিতার আশ্বাস দেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে আগামী ১১-১৩ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিজনেস সামিটে সৌদি বাণিজ্যমন্ত্রীর ঢাকায় সফর নিয়ে আলোচনা হয়। মাজিদ সরকারি-বেসরকারি ও ব্যবসায়ী প্রতিনিধি সমন্বয়ে একটি বড় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
বৈঠকে ইতোপূর্বে দুই দেশের মধ্যকার স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। সভায় বাংলাদেশ থেকে সৌদি আরবে ২১৩টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশে সহায়তার আশ্বাস দেন দেশটির বাণিজ্যমন্ত্রী।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে ফিলিপাইনের মূল্যস্ফীতি হবে ১৪ বছরে সর্বোচ্চ!
এ ছাড়া সালমান এফ রহমান বিকেলে সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (এসএবিআইসি) সিইও আব্দুলরহমান আল-ফাগীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপন সংক্রান্ত একটি ‘কনসেপ্ট নোট’ উপস্থাপন করা হয়। এসএবিআইসি সিইও এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণে সম্মতি দেন।
বৈঠকে সালমান এফ রহমান কটন-বেজড তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের সক্ষমতা উল্লেখ করেন। এ সময় আর্টিফিশিয়াল ফেব্রিক তৈরিতে এসএবিআইসি এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে সম্ভাব্য কৌশলগত সম্পর্ক স্থাপনের বিষয়টি উপস্থাপন করলে এসএবিআইসি সিইও ঐক্যমত পোষণ করেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস
আব্দুলরহমান আল-ফাগীকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান উপদেষ্টা সালমান এফ রহমান। দু’দেশের ইতিবাচক সম্পর্ককে অর্থনৈতিক ক্ষেত্রে সম্প্রসারণ করার জন্য পারস্পরিক আশ্বাসের মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি হয়।
এসব বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএমসহ (বার) অন্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
]]>