Skip to content

স্কুলড্রেস না পরায় ১০ ছাত্রকে বেদম পেটালেন শিক্ষক | বাংলাদেশ

স্কুলড্রেস না পরায় ১০ ছাত্রকে বেদম পেটালেন শিক্ষক | বাংলাদেশ

<![CDATA[

দিনাজপুর সদর উপজেলায় স্কুলড্রেস পরে না আসায় ১০ ছাত্রকে বেদম পিটিয়েছেন এক শিক্ষক।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের চাঁদগঞ্জ এএসএম দ্বি-মুখী হাইস্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম নজরুল ইসলাম। তিনি ওই স্কুলের সহকারী শিক্ষক।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। ঘটনা তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান স্কুলের প্রধান শিক্ষক এস এম শাহজাহান চৌধুরী।

শিক্ষার্থীরা জানায়, বুধবার সকালে দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের চাঁদগঞ্জ এএসএম দ্বি-মুখী হাইস্কুল অ্যান্ড কলেজে অ্যাসেম্বলির সময় কয়েকজন শিক্ষার্থীকে স্কুলড্রেস না পরা অবস্থায় দেখতে পান শিক্ষক নজরুল ইসলাম। অ্যাসেম্বলি শেষে ওই শিক্ষার্থীদের তার কক্ষে ডেকে পাঠান এবং লাইনে দাঁড় করিয়ে বেত দিয়ে বেদম মারধর করেন।

পরে বাসায় গিয়ে পেটানোর বিষয়টি অভিভাবকদের জানায় শিক্ষার্থীরা। অভিভাবকরা এসে প্রধান শিক্ষকের কাছে মারধরের বিষয়ে মৌখিক অভিযোগ দেন এবং বিচারের দাবি জানান।

আরও পড়ুন:  শিক্ষক অন্যায় করলে ন্যায় শেখাবেন কে?

মারধরের শিকার সপ্তম শ্রেণির শিক্ষার্থী আসিফ হাসান রিমন বরে, ‘স্কুলড্রেসের কথা জিজ্ঞেস করেন স্যার, আমি স্যারের কাছে দুদিন সময় চেয়েছি। কেননা, টেইলার্স থেকে দুদিন পর দিতে পারবে বলেছে। তারপরও স্যার আমাদের মেরেছেন।’

চাঁদগঞ্জ এএসএম দ্বি-মুখী হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক এস এম শাহজাহান চৌধুরী বলেন,    
‘শিক্ষার্থীদের এভাবে বেত্রাঘাতের বিষয়টি দুঃখজনক। শিক্ষার্থী, অভিভাবক ও গভর্নিং বডিকে নিয়ে সমাধানের জন্য মিটিং ডেকেছি। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

চাঁদগঞ্জ এএসএম দ্বি-মুখী হাইস্কুল অ্যান্ড কলেজে এক হাজার শিক্ষার্থী লেখাপড়া করে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *