Skip to content

স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, বিষপানে যুবকের আত্মহত্যা | বাংলাদেশ

স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, বিষপানে যুবকের আত্মহত্যা | বাংলাদেশ

<![CDATA[

পারিবারিক নানা বিষয়ে মনোমালিন্য চলছিল বাবু-সুরমা দম্পতির মধ্যে। তবে সেই মনোমালিন্যের একপর্যায়ে বিষপান করেন বাবু (৩৮)। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে ভোরে বিষপান করা অবস্থায় দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার ঘাটপাড়া গ্রামের করতোয়া নদী সংলগ্ন ভুট্টাক্ষেত থেকে তাকে উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত বাবু দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার এসকে বাজার গ্রামের হুদা মিয়ার ছেলে।

আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, শোক সইতে না পেরে স্বামীর বিষপান

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে করতোয়া নদীর ঘাটপাড়ায় পড়ে ছিলেন বাবু। স্থানীয় কয়েকজন নারী নদীতে হাঁস রাখতে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেলে স্থানান্তর করেন।

পারিবারিক নানা বিষয়ে ওই দম্পতির মনোমালিন্য চলছিল। এ নিয়ে অভিমানে বাবু বিষপান করেছেন বলে জানান স্বজনরা।

আরও পড়ুন: রাজবাড়ীতে বিষপানে যুবকের মৃত্যু

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাসকিয়া বলেন, সকালে ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই তার পুরো শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে রংপুর মেডিকেলে রেফার্ড করা হয়।

ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বলেন, ঘটনা শুনেছি। ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় রংপুর মারা গেছেন। সংশ্লিষ্ট থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *