Skip to content

স্ত্রীসহ ইমরান খানের বিরুদ্ধে নতুন মামলা | আন্তর্জাতিক

স্ত্রীসহ ইমরান খানের বিরুদ্ধে নতুন মামলা | আন্তর্জাতিক

<![CDATA[

প্রতারণা ও জালিয়াতির অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে নতুন একটি মামলা করা হয়েছে।

পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এ মামলা করেছে।

নতুন এ মামলার সঙ্গেও তোশাখানার বিষয়টি জড়িত। এতে বলা হয়েছে, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাবেক এক আইনপ্রণেতা উমর ফারুক জহুরকে একটি ঘড়ি উপহার দিয়েছিলেন। এই ঘড়ি বেহাত করতে জাল ও ভুয়া নথি তৈরি করেছিলেন ইমরান ও বুশরা বিবি।

আরোও পড়ুন: পাকিস্তানি সম্প্রচারমাধ্যম থেকে হঠাৎ উধাও ইমরান খানের নাম ও ছবি!

এ মামলায় ইমরান ও তার স্ত্রী ছাড়া আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী শেহজাদ আকবর, ইমরানের বিশেষ সহকারী জুলফি বুখারি, বুশরা বিবির বন্ধু ফারাহ গোগি।

তোশাখানা থেকে উপহার বিক্রির কথা এর আগে স্বীকার করেছেন ইমরান খান। গত বছরের সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, তাঁর ক্ষমতার আমলে পাওয়া উপহারের ৪ শতাংশ তিনি বিক্রি করেছিলেন।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *