<![CDATA[
নতুন কোচ আসতেই স্পেনের দরজা খুলে গেল সার্জিও রামোসের জন্য। প্রায় দুই বছর জাতীয় দল থেকে বাইরে থাকার পর কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, নিজের সক্ষমতা প্রমাণ করতে পারলে আবার জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে পিএসজির এই ডিফেন্ডারকে।
২০২১ সালের মার্চে শেষ বার স্পেনের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন সার্জিও রামোস। কসোভোর বিপক্ষে সেই ম্যাচটি ৩-১ গোলে জিতেছিল স্পেন। এরপর থেকেই জাতীয় দল থেকে বাইরে চলে যান সাবেক রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার।
কোচ দে লা ফুয়েন্তে মনে করেন, বিশ্বকাপ জয়ী এই ফুটবলার এখনও স্পেন দলের হয়ে অবদান রাখতে পারেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রামোসের প্রসঙ্গে স্পেনের নতুন এই কোচ বলেন, ‘অভিজ্ঞতায় সমৃদ্ধ অন্যান্যদের মতো সার্জিও রামোসেরও ফিরে আসার সুযোগ রয়েছে। দল বাছাই করা খুব দীর্ঘ একটি প্রক্রিয়া। আমরা সব স্প্যানিশ খেলোয়াড়দের মধ্যে ৭০ বা ৮০ জন খেলোয়াড়ে কমিয়ে এনেছি। এরপরে আমরা এটি আরও কমিয়ে আনব।’
আরও পড়ুন: ধর্ষণে অভিযুক্ত আলভেসের কাছে ডিভোর্স চাইলেন স্ত্রী
তিনি আরও বলেন, ‘নিঃসন্দেহে রামোস, আসপাস বা অন্যান্য স্প্যানিশ ফুটবলার যারা খুব ভালো এবং সব ভক্তদের কাছে প্রিয় তাদের দলে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর মানে এই নয় যে, তারা দলে আসবেই। কারণ, অন্য খেলোয়াড়রাও খুব ভালো এবং সিদ্ধান্ত নেয়ার সময় আপনাকে ফুটবল ছাড়াও অনেক দিককে মূল্যায়ন করতে হবে।’
চলতি মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭টি ম্যাচ খেলেছেন রামোস। স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ জেতা এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে রেকর্ড ১৮০ ম্যাচ খেলেছেন। কাতার বিশ্বকাপের জন্য স্পেনের ৫৫ সদস্যের প্রাথমিক দলে থাকলেও শেষ পর্যন্ত লুইস এনরিকের ২৬ জনের চূড়ান্ত দলে জায়গা হয়নি তার।
]]>