Skip to content

স্বচ্ছতা রাখতে ভিন্ন পন্থায় বিসিবি | খেলা

স্বচ্ছতা রাখতে ভিন্ন পন্থায় বিসিবি | খেলা

<![CDATA[

জাতীয় দলের সহকারী কোচ চেয়ে বিজ্ঞাপন দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশি-বিদেশি সবার জন্যই উন্মুক্ত থাকবে। দ্রুততম সময়ে চান্ডিকা হাথুরুসিংহের ডেপুটি নিয়োগে বোর্ড কাজ করছে বলে সময় সংবাদকে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কয়েকজনের সঙ্গে যোগাযোগও হয়েছে এরই মধ্যে। জাতীয় দলের কোচিং প্যানেলে দেশিদের যুক্ত করার পরিকল্পনাও আছে বিসিবির।

দ্বিতীয় মেয়াদে চান্ডিকা হাথুরুসিংহের নিয়োগের দিনই বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, সাকিব-তামিমদের জন্য একজন সহকারী কোচও খুঁজছে ক্রিকেট বোর্ড। দেশি-বিদেশি অনেকেই তালিকায় থাকলেও, কারও নাম জানাননি বিসিবি সভাপতি। সম্প্রতি শেষ হওয়া বিপিএলে দেশি কোচরা ভালো করার পর আবারও আলোচনায় আসে এই ইস্যু। কেনো দেশি কোচদের উপেক্ষা করছে বিসিবি?

ভেতরের খবর হলো, বোর্ড থেকে দুজন দেশি কোচের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা আগ্রহ দেখাননি। তাই সমালোচনা এড়ানোর সঙ্গে স্বচ্ছতা রাখতে ভিন্ন পন্থায় হাঁটছে বিসিবি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এটা সবার জন্য খোলা, দেশি অথবা বিদেশি। আগে জানতে হবে কে আগ্রহ আছে। অনেকেই মনে করে, একে নিচ্ছে না কেন। তবে তারা আসলেই আগ্রহ কি না, সেই বিষয় জানতে হবে। আমি বলেছি, একটা বিজ্ঞাপন করে দিতে। আর আমি তা তাড়াতাড়ি চাই। দেখা যাক কারা আগ্রহ দেখায়।’

আরও পড়ুন:  এবার লেগ স্পিনার হান্ট করবে বিসিবি

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততায়, দিন দিন জাতীয় দলে কাজ করার আগ্রহ হারাচ্ছেন হাই প্রোফাইল সব কোচ। রাসেল ডমিঙ্গোর বিকল্প খুঁজতে গিয়ে যা ভালোই টের পেয়েছে বিসিবি। বিশ্ব ক্রিকেটের শীর্ষ দেশগুলো প্রাধান্য দিয়ে থাকে নিজ দেশের কোচ। আর এই সংকট নিরসনেও কাজ শুরু করেছে বিসিবি।

পাপন বলেন, ‘যদি সহকারী কোচ নাও নেই, আমি ভাবছি প্রধান কোচের সঙ্গে যদি দু-একজন দেশীয় কোচ ঢোকাতে পারি তাহলে আমাদের সামনে সহকারী কোচ দরকার নেই বলে আমি মনে করি।’  

সামনেই ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ। তাই দ্রুততম সময়ে সহকারী কোচ নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে চায় বিসিবি।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *