<![CDATA[
রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় স্বামী হত্যার ৯ মাস পর তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম চাঁদনী (২২)।
শনিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পল্লবীর বিহারি ক্যাম্পের একটি কক্ষ থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ক্যাম্পের একটি কক্ষ ভাড়া করে সন্তানকে নিয়ে থাকতেন চাঁদনী। তাদের সঙ্গে আরেকটি মেয়েও থাকতেন।
আরও পড়ুন: পিরোজপুরে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাতে চাদনীর ওই রুমমেট বাসায় এসে দরজা বন্ধ দেখতে পান। ভেতর থেকে চাঁদনীর তিন বছরের মেয়ের কান্না শুনতে পান তিনি। পরে পুলিশে খবর দিলে রাত সাড়ে ৯টার দিকে চাঁদনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে ধারণা করা হচ্ছে, ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত তথ্য জানা যাবে।
জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিহত চাঁদনীর স্বামী মাছ ব্যবসায়ী মো. জাহিদ পল্লবীতে কিশোর গ্যাং সদস্যদের হাতে খুন হন। ওই ঘটনায় পল্লবী থানায় মামলা হয়েছে।
]]>