Skip to content

‘স্মার্ট বাংলাদেশ নির্মাণে ছাত্রলীগ বড় ভূমিকা পালন করবে’ | বাংলাদেশ

‘স্মার্ট বাংলাদেশ নির্মাণে ছাত্রলীগ বড় ভূমিকা পালন করবে’ | বাংলাদেশ

<![CDATA[

আওয়ামী লীগের নির্বাচন মনিটরিং সেলের সমন্বয়ক কবির বিন আনোয়ার বলেছেন, শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ নির্মাণের পর এখন লক্ষ্য নির্ধারণ করেছেন স্মার্ট বাংলাদেশের। আমি মনে করি শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগই বড় ভূমিকা পালন করবে।

আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে ভার্চুয়াল মতবিনিময় সভায় এ কথা বলেন কবির বিন আনোয়ার।

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর সমন্বয়ক তন্ময় আহাম্মেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলটির নির্বাচন মনিটরিং সেলের সমন্বয়ক কবির বিন আনোয়ার।

সভার শুরুতে স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের তরুণ কর্মীদের সাথে কথা বলতে পেরে নিজের অতীতে ফিরে গিয়েছি, স্মৃতিকাতর হয়ে পড়েছি। আমি তোমাদেরই অগ্রজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাথে আমি যুক্ত ছিলাম। বাংলাদেশে সৃষ্টি থেকে আজ অবধি সব আন্দোলন সংগ্রাম ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রধান সৈনিক বাংলাদেশ ছাত্রলীগ। ৭৫ এর পর এই দেশে সামরিক শাসকের দল ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদের বিপথে নিয়ে যেতে চেয়েছিলো। শেখ হাসিনা দেশে ফিরে এসে সেই ছাত্রদের হাতে কাগজ-কলম-বই তুলে দিয়ে ছাত্রদের ইতিবাচক রাজনীতির ধারা প্রবর্তন করেছিলো।’

আরও পড়ুন: দুই বছরের বেশি দণ্ডপ্রাপ্তরা নির্বাচন করতে পারবেন না: তথ্যমন্ত্রী

কবির বিন আনোয়ার বলেন, ‘বঙ্গবন্ধু কন্যার জন্য যারা রক্ত দিতেও পিছপা হয়নি, সেই ছাত্রলীগের বর্তমান নেতাকর্মীদের সাথে আমি আজকে যুক্ত হয়েছি, আমি সামনে না থেকেও তোমাদের সকলকে দেখতে পারছি, তোমাদের শুনতে পারছি। এ সবই সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার কল্যাণে, তার ডিজিটাল বাংলাদেশের কল্যাণে।’

তিনি বলেন, ‘আমাদের অনেক অর্জন, অনেক গৌরবের এই পথচলা। আমাদের এই অর্জনগুলো তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে, জণগনকে বুঝাতে হবে শেখ হাসিনাই একমাত্র আশার আলো। যিনি ক্ষমতায় থাকলে এই দেশটা কখনও পিছিয়ে যাবে না, এই দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবেই এগিয়ে যাবে। আমাদের শেখ হাসিনার উন্নয়নের বার্তা, শেখ হাসিনার অর্জন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে একসাথে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি ছাত্রলীগের প্রতিটা নেতাকর্মী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে বড় ভূমিকা পালন করবে।’

মতবিনিময় সভায় ছাত্রলীগের তৃণমূল নেতা কর্মীদের কথা শুনেন এবং তাদের পরামর্শ প্রদান করেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে সুন্দর সমৃদ্ধ বাংলা গড়তে একসাথে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সদ্য সাবেক সরকারি কর্মকর্তা।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *