Skip to content

হঠাৎ ‘সুরমা মেইলের’ ইঞ্জিনের চাকায় আগুন | বাংলাদেশ

হঠাৎ ‘সুরমা মেইলের’ ইঞ্জিনের চাকায় আগুন | বাংলাদেশ

<![CDATA[

ঢাকাগামী সুরমা মেইল ট্রেনের ইঞ্জিনের চাকায় আগুন জ্বলতে দেখা যায়। এতে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট-ঢাকা রেললাইনের দৌলতকান্দি রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি উদ্ধার করা হয়েছে বলে জানায় রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: রাজধানীতে হঠাৎ ট্রেনে আগুন

সুরমা মেইল ট্রেনের চালক এম এইচ হাজারী জানান, সোমবার রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুরমা ১০ নম্বর মেইল আপ ট্রেনটি সকাল ৬টা ১২ মিনিটে দৌলতকান্দি রেলস্টেশনে পৌঁছায়। এ সময় ট্রেনের ইঞ্জিনের বাঁপাশের পেছনের চাকা অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়। হঠাৎ ইঞ্জিনে ধোঁয়া দেখতে পেয়ে ট্রেনের কর্মচারী ও কর্মকর্তারা ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিভে যায়।

আরও পড়ুন: হঠাৎ রাজশাহীগামী ট্রেনের ইঞ্জিনে আগুন

দৌলতকান্দি রেলস্টেশন মাস্টার সামসুল হক বলেন, দৌলতকান্দি রেলস্টেশনে ট্রেনটি পৌঁছলে ইঞ্জিনের চাকায় আগুন জ্বলতে শুরু করে। পরে চালক ও কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে সম্পূর্ণ আগুন নিভিয়ে ফেলেন। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *