Skip to content

হত্যাসহ ১৮ মামলার আসামি যুবদল নেতা রিপন গ্রেফতার | বাংলাদেশ

হত্যাসহ ১৮ মামলার আসামি যুবদল নেতা রিপন গ্রেফতার | বাংলাদেশ

<![CDATA[

হত্যা, চাঁদাবাজিসহ ১৮ মামলার পলাতক আসামি রাজীব হাসান চৌধুরী ওরফে রিপন চৌধুরীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৫ মে) রাতে ঢাকার লালবাগ থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। এরপর শনিবার (৬ মে) তাকে কারাগারে পাঠানো হয়।

যুবদলের কেন্দ্রীয় নেতা রিপন যশোর জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত শহিদুল ইসলাম চৌধুরীর ছেলে।

আরও পড়ুন: শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় যুবদল নেতা আটক

শনিবার (৬ মে) দুপুরে র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, রিপন চৌধুরী বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ মোট ১৮টি মামলার আসামি। তিনি যশোরে চুড়িপট্টি একালায় বহু লোকের বাড়ি জোর করে দখল করে লিখে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। আটক রিপনকে কোতোয়ালী থানার মাধ্যমে বিকেলে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *