<![CDATA[
হবিগঞ্জের চুনারুঘাটে মেয়ের জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর নূর আলম (৫০) নিহত হয়েছেন। রোববার (৯ জুলাই) রাত ৮টায় উপজেলার পানছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক তথ্য নিশ্চিত করে জানান, নিহত নূর আলম পানছড়ি গ্রামের মুন্সেফ উল্লার ছেলে।
তিনি জানান, নূর আলমের সঙ্গে তার মেয়ের জামাই সেলিম মিয়ার পারিবারিক কলহ ছিল। এ নিয়ে রোববার (৯ জুলাই) রাত ৮টায় তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সেলিম নূর আলমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: হবিগঞ্জে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
ওসি রাশেদুল হক জানান, সেলিম ছুরিকাঘাত করে তার শ্বশুর নূর আলমকে হত্যা করেছে। সেলিমকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
]]>