<![CDATA[
সুনামগঞ্জে হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ছাতক ও দোয়ারাবাজারে পৃথক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন-ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাঁও গ্রামের ওয়াহাব আলীর ছেলে আমির আলী (৪৫) এবং দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামের ইসমাইল হোসেন (৪২)।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে ইসমাইল হোসেন গ্রামের পাশে হাওড়ে মাছ ধরতে যান। এ সময় বজ্রাঘাতে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুপুরে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নকলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু
এদিকে আমির আলীও তার বাড়ির পাশে হাওড়ে মাছ ধরতে যান। সেখানে সকালে বজ্রপাতে তার মৃত্যু হয়। নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা বজ্রপাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর এবং ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির তাদের মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতে তারা মারা যান।
]]>