<![CDATA[
ময়মনসিংহের হালুয়াঘাটে বন্যহাতির আক্রমণে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ মে) রাতে উপজেলার গাজিরভিটা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইদ্রিস আলী (৫০)।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে গাবরাখালী সীমান্তবর্তী এলাকায় ফসলি জমিতে একদল বন্যহাতি ধানক্ষেতে নামে। সংবাদ পেয়ে ধানক্ষেত বাঁচাতে গ্রামবাসী সঙ্ঘবদ্ধ হয়ে হাতি তাড়াতে লাঠি-মশাল নিয়ে ধাওয়া করেন। এ সময় ইদ্রিস আলী হাতির খুব কাছে চলে গেলে একটি হাতি তাকে ধাওয়া দিয়ে পায়ে পিষ্ট করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়।
আরও পড়ুন: শেরপুরে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাকা ধানক্ষেতে ভারতীয় সীমান্ত অতিক্রম করে বন্যহাতির দল তাণ্ডব চালায়। এ সময় গ্রামবাসী বাঁধা দেয়ার চেষ্টা করে। পরে সেখানে থাকা কৃষক ইদ্রিস আলী হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের এবং পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
]]>