Skip to content

‘হিমশীতল’ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন ইউক্রেনের নাগরিকরা | আন্তর্জাতিক

‘হিমশীতল’ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন ইউক্রেনের নাগরিকরা | আন্তর্জাতিক

<![CDATA[

ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, হিমশীতল মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন দেশটির নাগরিকরা।

শুক্রবার (২৮ অক্টোবর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যমের কাছে দেয়া বক্তব্যে তিনি আরও বলেছেন, তাদের অবকাঠামোতে রাশিয়ার বিমান হামলার কারণে যে সংকট তৈরি হয়েছে তাতে যদি পশ্চিমারা সহায়তা না করে, তবে পরিস্থিতি ভয়াবহ হবে।  

 

ব্রিটেনের সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফকে দেয়া সাক্ষাতকারে প্রাক্তন হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন ক্লিটসকো বলেছেন, ইউক্রেন বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি। তিনি বলেন, ‘আমাদের মানুষের জীবন বাঁচাতে এবং তাদের সুরক্ষার জন্য আমরা যা যা করতে পারি তা করছি।’ 

 

ক্লিটসকো বলেন, ‘ইউক্রেনে জরুরিভাবে কেবল পশ্চিমা অস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাই নয়, কম্বল, শীতের পোশাক এবং জেনারেটরও দরকার। এদিকে ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি দফতর প্রধান ইউরি ভিত্রেনকো রাশিয়ার বিমান হামলায় ৪০ শতাংশ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হওয়ার দাবি করে নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেছেন ইউক্রেন সামনে কঠিন শীতের মুখোমুখি হচ্ছে। 

 

আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়ার খাদ্যশস্য চুক্তির মেয়াদ বৃদ্ধির আহ্বান জাতিসংঘ প্রধানের

 

এদিকে ইউক্রেনের মানবিক বিপর্যয় এড়াতে ইইউ গত সপ্তাহে ১৭৪ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্র কিয়েভকে ৫৫ মিলিয়ন ডলারের জরুরি সহায়তা দিতে প্রতিশ্রুতি দিয়েছে। এতে শীতে ঘর গরম রাখার অবকাঠামো, জেনারেটর সংগ্রহ এবং ইউক্রেনের নাগরিকদের শীতে উষ্ণ রাখার জন্যে ব্যয় করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আরটি। 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *