<![CDATA[
হিলির সবজি বাজারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পণ্য বিক্রির তালিকা না থাকায় পাঁচ কাঁচা মরিচ ব্যবসায়ীকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২ জুলাই) বিকেলে হিলির কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেদা খাতুন মীম।
আরও পড়ুন: বিয়েতে কাঁচা মরিচ উপহার দিলেন অতিথিরা
মোকলেদা খাতুন মীম সাংবাদিকদের বলেন, গেল কয়দিন ধরেই ঊর্ধ্বমুখী কাঁচা মরিচের দাম। সেই বিষয়টি তদারকি করতেই আজ হিলি বাজারে অভিযান চালানো হয়েছে। এ সময় হিলি বাজারে দেখা যায় প্রত্যেকটি দোকানে অনেক পরিমাণ কাঁচা মরিচ রয়েছে। কিন্তু তাদের কোনো মূল্য তালিকা নেই। তারা কী দামে কাঁচা মরিচ কিনেছে বা কী দামে বিক্রি করছে তার কোনো তালিকা না থাকার কারণেই পাঁচ দোকানদারকে সাড়ে চার হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। তাছাড়া কয়েকজন দোকানদারকে সতর্ক করে দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, এরপরেও যদি কোনো দোকানদার বেশি দামে পণ্য বিক্রি করে এমন অভিযোগ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
]]>