<![CDATA[
দিনাজপুরের হিলিতে ভারতীয় খোল বোঝায় পণ্যবাহী ট্রাক উল্টে গেছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল চারটায় হিলি স্থলবন্দরের ব্যস্ততম সড়ক চারমাথা এলাকায় একটি রেস্টুরেন্টের সামনে ট্রাকটি উল্টে যায়। কোনরকম প্রাণে রক্ষা পান রেস্টুরেন্টের কর্মচারীসহ বেশ কয়েকজন পথচারী।
পথচারী সাজ্জাদ হোসেন মল্লিক বলেন, হিলি স্থলবন্দরের সড়কে ট্রাক উল্টে যাওয়া নতুন কিছু নয়। মাঝেমধ্যেই এই ধরনের ঘটনা ঘটে। বিকালে দাঁড়িয়েছিলাম চারমাথা মোড়ে। এ সময় ভারতীয় পণ্যবাহী ট্রাকটি বন্দরের দিকে যাচ্ছিলো। হঠাৎ ট্র্যাকটি আমাদের সামনেই উল্টে গেল। আমরা যদি সরে না যেতাম তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো।
এদিকে আমদানিকারকের প্রতিনিধি ফারুক জানান, হিলি স্থলবন্দরের রাস্তাঘাটগুলোর অনেকটাই বেহাল দশা। ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করছে, তবে কাজের অনেক ধীরগতি। ট্রাক মাঝেমধ্যেই উল্টে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানিকারকরা।
আরও পড়ুন: হিলিতে চারলেন সড়ক ও ট্রেন থামানোর দাবিতে সড়ক অবরোধ
যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। পণ্যগুলো খালাস করে ট্রাকটি উদ্ধার করা হবে বলে জানান হাকিমপুর থানা পুলিশের উপ-পরিদর্শক শামীম আহমেদ।
]]>