Skip to content

হৃতিকের পাশে সুশান্ত, কীভাবে সম্ভব? | বিনোদন

হৃতিকের পাশে সুশান্ত, কীভাবে সম্ভব? | বিনোদন

<![CDATA[

সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। সাম্প্রতিক সময়ে তোলা এ ছবিতে দেখা যাচ্ছে, হৃতিকের পাশে দাঁড়িয়ে মৃত বলি অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত।

এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের একটাই মন্তব্য: ‘ইনি তো সুশান্তের যমজ ভাই।’ অথচ সুশান্তের যমজ কোনো ভাই নেই।

২০২০ সালে সুশান্তের অকালমৃত্যুর ঘটনা এখনও ভোলেননি ভক্তরা। মৃত্যুর তিন বছর পার হয়ে গেলেও হঠাৎ সুশান্তকে হৃতিকের পাশে দেখে চমকে গেছেন কেউ কেউ।

সুশান্তের স্মৃতি এখনও যে ভক্তদের হৃদয়ে গাঢ় হয়ে আছে তা-ই প্রমাণ করল ভাইরাল হওয়া এ ছবিটি। আসলে হৃতিকের পাশে দাঁড়িয়ে থাকা সে ব্যক্তি সুশান্ত নয়, তার নাম মনসুর আলি খান।

আরও পড়ুন: অভিনয় ছাড়লেন পাকিস্তানি অভিনেত্রী

‘বিক্রম বেদা’ সিনেমায় হৃতিকের স্টান্টম্যানের ভূমিকায় ছিলেন তিনি। তাই শুটিংয়ের এক ফাঁকে এই দুজন একটি ছবি তোলেন। সে ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কারণ স্টান্টম্যান মনসুরের সঙ্গে প্রয়াত নায়িকা সুশান্তের চেহারার প্রায় হুবহু মিল রয়েছে।

ঘাড় অবধি চুল, গালভর্তি দাড়ি, পরনে কালো শার্টে মনসুরকে সুশান্তের মতোই দেখতে লাগছিল। শুধু চেহারার সঙ্গে নয়, অনেক ভক্ত তার নামের সঙ্গে মিল পেয়েছেন। এক নেটিজেন বলেছেন,  ‘কেদারনাথ’ ছবিতে সুশান্তের চরিত্রের নামও ছিল ‘মনসুর’। হঠাৎ এ ছবি নেটদুনিয়ায় আবারও তাজা করে দিয়েছে সুশান্তের স্মৃতিকে।

সূত্র: আনন্দবাজার

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *