<![CDATA[
বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোর মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা যেমন প্রতিদিন বাড়ছে, তেমন পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণার সংখ্যা। সামান্য অসতর্কতাতেই পড়তে পারেন বড় বিপদে!
জনপ্রিয়তার কারণে এই মেসেজিং অ্যাপকেই প্রতারণার হাতিয়ার হিসেবে বেছে নিচ্ছে বহু হ্যাকার। তাই হোয়াটসঅ্যাপে নিরাপদ থাকতে অপরিচিত কোনো বার্তা এড়িয়ে চলার পরামর্শ সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের। আর প্রতারণামূলক বার্তা বুঝার কয়েকটি উপায় রয়েছে। চলুন জেনে নেয়া যাক সেগুলো-
চটকদার অফার
হোয়াটসঅ্যাপে অনেক সময় চটকদার অফারসহ বিভিন্ন প্রলোভনমূলক বার্তা আসে। সাধারণত পুরস্কার, বড় ছাড়, মূল্য ফেরত–সম্পর্কিত বার্তাগুলো বেশির ভাগ ক্ষেত্রেই প্রতারণামূলক হয়ে থাকে। এক্ষেত্রে সাধারণত বৈধ কোনো প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে একটি লিংক পাঠানো হয়। আর লিংকে ক্লিক করলেই অপরাধীরা ব্যবহারকারীদের ক্রেডিট বা ডেবিট কার্ড নম্বর, পাসওয়ার্ড, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের তথ্য চুরি করে নিতে পারে সহজেই। আর তাই এসব বার্তার উত্তর না দেয়ার পাশাপাশি সংযুক্ত লিংক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে।
আরও পড়ুন: ক্ষণে ক্ষণে রং বদলায় এই ফোন
তাৎক্ষণিক তথ্য চাওয়া
তাৎক্ষণিকভাবে তথ্য চেয়ে বার্তা পাঠালে বুঝতে হবে যে এটি প্রতারণামূলক কর্মকাণ্ডের অংশ। এ ছাড়া ভয় দেখিয়ে কোনো বার্তা দিলে তাও এড়িয়ে যেতে হবে। সাধারণত এ ধরনের বার্তায় ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে বা বিভিন্ন সুবিধা বন্ধের ভুয়া বার্তা পাঠিয়ে ভয় দেখানো হয়।
ভুল বার্তা
বেশিরভাগ সময়ই হোয়াটসঅ্যাপে প্রতারকদের পাঠানো বার্তায় বানান বা ব্যাকরণগত ভুল থাকে। কিন্তু কোনো প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে পাঠানো বার্তায় এ ধরনের ভুল হয় না। তাই এই বিষয়েও সচেতন থাকতে হবে।
আরও পড়ুন: ফেসবুক-ইনস্টাগ্রাম বিনামূল্যে ব্যবহারের দিন কি ফুরাচ্ছে?
এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে নিজেদের সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এ ছাড়া সন্দেহজনক বা প্রতারণামূলক বার্তা পেলে প্রেরকের নম্বর ব্লক করার পাশাপাশি নম্বরটির বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। এজন্য হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনে গিয়ে প্রাইভেসি অপশন ট্যাপ করে ব্লকড কন্ট্যাক্ট নির্বাচন করতে হবে। তারপর অ্যাড কন্ট্যাক্ট ট্যাপ করে সন্দেহজনক নম্বরটি নির্বাচন করে ব্লক অপশন ট্যাপ করতে হবে।
]]>