Skip to content

১৬ জনের হাতে ছিল দেশীয় অস্ত্র | বাংলাদেশ

১৬ জনের হাতে ছিল দেশীয় অস্ত্র | বাংলাদেশ

<![CDATA[

গাইবান্ধা রেলওয়ে চত্বর থেকে কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে দেশীয় ধারাল অস্ত্রসহ আটক করেছে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে গাইবান্ধা রেলওয়ে পুলিশ ফাঁড়ির একটি দল তাদের আটক করে।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক বাদল জানান, বিকালে গাইবান্ধা রেলওয়ে স্টেশন এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা মারামারির প্রস্তুতি নিচ্ছিল। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ১৬ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। 

 

এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: ঘোড়াঘাটে এসএসসি পরিক্ষার্থী ‘কিশোর গ্যাং’

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওয়াহেদুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *