Skip to content

১৮ ম্যাচ পর হারল রিয়াল মাদ্রিদ | খেলা

১৮ ম্যাচ পর হারল রিয়াল মাদ্রিদ | খেলা

<![CDATA[

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচ ধরে অপরাজিত থাকার রেকর্ড ছিল রিয়াল মাদ্রিদের নামের সঙ্গে। সেই রেকর্ড ভাঙল মঙ্গলবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে আরবি লাইপজিগের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের এ ম্যাচে এদিন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা হেরেছে ৩-২ গোলে। হেরেও এক ম্যাচ হাতে রেখে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে তারা।

লাইপজিগের রেড বুল অ্যারেনায় ১৩ মিনিটের সময় পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। ১৮ মিনিটের সময় থিবো কর্তোয়াকে পরাস্ত করেন ক্রিস্টোফার এনকুনকু। বিরতির আগে একটি গোল শোধ করে রিয়াল মাদ্রিদ। মার্কো অ্যাসেনসিওর কাছ থেকে বল পেয়ে এ সময় হেডে লক্ষ্যভেদ করেন ভিনিসিউস জুনিয়র। তার গোলে ম্যাচের দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার আশা দেখে কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা।

আরও পড়ুন: সালসবুর্গকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় চেলসি

কিন্তু গোল দেয়ার পরিবর্তে আরও একটি হজম করে সফরকারী দল। যা আসে টিমো ভার্নারের পা থেকে। রিয়ালও অবশ্য ম্যাচ শেষ হওয়ার আগে একটি গোল করে, ততক্ষণে সমতায় ফেরার আশা শেষ! কারণ যোগ করা সময়ের চতুর্থ মিনিটে যে পেনাল্টি থেকে সেই গোলটি করেন তরুণ তুর্কি রদ্রিগো।

আরও পড়ুন: মেসি-এমবাপ্পেময় এক রাত

এ হারের পরও রিয়াল মাদ্রিদের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে, তাও এক ম্যাচ হাতে রেখে। ৫ ম্যাচ শেষে ১০ পয়েন্ট তাদের নামের পাশে। ৯ পয়েন্ট নিয়ে এখনো ভাগ্য ঝুলে আছে লাইপজিগের। পরের ম্যাচে তারা জয় না পেলে, পাশাপাশি ৬ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে থাকা শাখতার দোনেৎস্ক জিতে গেলে গোল ব্যবধানের হিসাবে বাদ পড়তে পারে লাইপজিগ।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *