<![CDATA[
ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের ১৮ জেলাসহ মোট ২৯ জেলায় শুরু হয়েছে তাপপ্রবাহ। আবহাওয়ার পূর্বাভাসে সিনপটিক অবস্থায় পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। রোববার (০৭ মে) সকালেও একই অবস্থা বিরাজ করছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপের আভাসের মধ্যেই দেশের তাপপ্রবাহ শুরু হয়েছে।
শনিবার (৬ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেয়া পূর্বাভাসে জানানো হয় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন: রাজধানীতে নামল স্বস্তির বৃষ্টি
খুলনা ও রাজশাহী বিভাগসহ ঢাকা, মাদারীপুর, নারায়ণগঞ্জ, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, মৌলভীবাজার, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এর ফলে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস আরও জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
শনিবার থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় অর্থাৎ দুদিনের মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
]]>