<![CDATA[
আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার হাত ধরে ১৯৮৯-৯০ মৌসুমে সবশেষ সিরি আ চ্যাম্পিয়ন হয়েছিল নাপোলি। এরপর কেটে গেছে ৩৩ বছর। অবশেষে ইতালিয়ান লিগটিতে শিরোপার স্বাদ পেয়েছে ন্যাপলসবাসী।
বৃস্পতিবার (৪ মে) রাতের ম্যাচে উদিনেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে একটি পয়েন্ট আদায় করে নেয় নাপোলি। তাতে পাঁচ ম্যাচ হাতে রেখেই বাকি দলগুলোর তুলনায় পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করেছে ক্লাবটি। ৩৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৮০। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী লাজিওর পয়েন্ট ৩৩ ম্যাচে ৬৪।
দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে আগের ম্যাচেই শিরোপা জয়ের প্রস্তুতি নিয়ে এসেছিল সমর্থকরা। তিন দশরের অপেক্ষার অবসান হবে বলে ন্যাপলসবাসী আয়োজনেরও কমতি রাখেনি। তবে সে ম্যাচে সালেরনিতানার বিপক্ষে ড্র করে সমর্থকদের হতাশ করেছিল নাপোলির খেলোয়াড়রা।
আরও পড়ুন: ৯৯তম মিনিটের ভুলে কপাল পুড়ল ইউনাইটেডের
এদিকে ড্র করলেও উদিনেসের বিপক্ষে আটকে থাকতো না সমর্থকদের শিরোপা উদযাপন। কিন্তু হারলে হতো বিলম্ব। সে শঙ্কাই শুরুতে জাগিয়ে দিয়েছিল ভিক্টর ওসিমহেনরা। ম্যাচের ১৩ মিনিটেই গোল হজম করে বসে তারা। তবে এ ম্যাচের জন্য উদিনেসের মাঠে উপস্থিত হওয়া ১০ হাজারের মতো নাপোলি সমর্থক কিংবা ম্যারাডোনা স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে জমায়েত হওয়া ৫০ হাজারেরও বেশি সমর্থককে (ফুটবল ইতালিয়ার প্রতিবেদন অনুযায়ী) শেষ পর্যন্ত হতাশ করেনি ওসিমহেনরা।
দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে চলতি মৌসুমে দলের প্রাণভোমরা হয়ে ওঠা ওসিমহেন এনে দেন কাঙ্ক্ষিত গোল। উদিনেসের গোলরক্ষক মার্কো সিলভেস্ত্রি কর্নার ফেরালেও বল গিয়ে পড়ে ওসিমহেনের পায়ে। জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। তাতে সিরি আতে চলতি মৌসুমে গোল স্কোরারের তালিকায় শীর্ষে থাকা নাইজেরিয়ান এই ফরোয়ার্ডের গোল হলো ২২টি। ওসিমহেনের গোলে সমতায় ফেরার সঙ্গে সঙ্গেই সমর্থকরা আনন্দে মেতে ওঠে।
আরও পড়ুন: হল্যান্ডকে ‘গার্ড অব অনার’ দিল পুরো দল
৭১ মিনিটে নাপোলি এগিয়ে যাওয়ারও সুযোগ পেয়েছিল। কিন্তু পিওতর জিয়েলিন্সকি লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে সবাইকে হতাশ করেন। শেষ পর্যন্ত সমতা ধরে রেখে সমর্থকদের শিরোপা উদযাপনের স্বাদ মেটায় নাপোলির ফুটবলাররা। ম্যাচ শেষের বাঁশি বাজতেই সমর্থকরা মাঠে নেমে এসে কোচ-খেলোয়াড়দের সঙ্গে মেতে ওঠে বাঁধনহারা উচ্ছ্বাসে।
তারা সবশেষ এমন উদযাপন করতে পেরেছিল আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার সময়ে। তার হাত ধরে ১৯৮৯-৯০ মৌসুমে সবশেষ লিগ শিরোপা জিতেছিল নাপোলি।
]]>